এশিয়া কাপে ভারতকে হারিয়ে ইতিমধ্যে ফাইনালের পথে অনেক দূর এগ🐟িয়ে গেছে শ্রীলঙ্কা। যদিও কাগজে-কলমে এখনো কিছু বাকি।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে ভারতকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ﷽ওঠার পথ সহজ করে ফেলে শ্রীলঙ্কা। সেটাও আজ শেষ হয়ে যেতে পারে, যদি আফগানি👍স্তানকে হারায় পাকিস্তান।
অন্যদিকে নিজেদের সম্ভা🍰বনা টিকিয়ে রাখতে অবশ্যই জয় প্রয়োজন আফগানদের। তারা জিতলে সম্ভাবনা টিকে থাকবে ভারতেরও।
জটিল সব হিসাব-নিকাশ নিয়েই আজ শারজায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। শুরুতেই টস। কয়েন নিক্ষেপে মোহাম্মদ নবির ꦅবিপক্ষে জিতলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ব𓂃াবর। ব্যাট করার আমন্ত্রণ জানালেন আফগানিস্তানকে।
পাকিস্তানের একাদশ
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতেখার আহমেদ, খু🌌শদিল শাহ, আসিফ আলি, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন।
আফগানিস্তানের একাদশ
হযরতউল্লাহ জাজাঈ, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, করিম জানাত, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাঈ, মুজিব উর রহমান, ফরি𝔍দ আহমেদ ও ফজলহক ফারুকী।