• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ভারতকে হুমকি দিলেন অজি অধিনায়ক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০৫:০৮ পিএম
ভারতকে হুমকি দিলেন অজি অধিনায়ক
প্যাট কামিন্স। ছবি : সংগৃহীত

শুক্রবার সকালেই শুরু হবে বহুল কাঙ্খিত অস্ট্রেলিয়া ও ভারত বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্র༒থম ম্যাচে। পার্থে সকাল  ৮টা ২০ মিনিটে প্রথম টেস্ট ম্যাচ মাঠে গড়াবে। মর্যাদඣাবান বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে মুখোমুখি হবে দুই দল। পার্থে হবে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট।

আগামীকাল শুক্রবার সকাল ৮টা ২০ মিনিট শুরু হবে প্রথম টেস্ট। মাঠে নামার কয়েক ঘণ্টা আগে সংবাদ সম্মেলন করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। এসেই ভারত♒কে হুমকি দিয়ে 🐷রাখলেন ডানহাতি পেসার।

ভারত অবশ্য সর্বশেষ দুবারই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে পরাজিত করে। এবার সেটা হতে দ✨িতে রাজি নয় অস্ট্রেলিয়া। ভারতকে সমীহ জানিয়ে নিজেদের নিয়ে কথা বললেন অজি অধিনায়ক।

কামিন্স বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারাটা খুবই ভালো বিষয় হবে। ভꦆারত ভালো দল, তবে আমরাও প্রস্তুত।’

নিজেদের মাঠে খেলা হলে ভক্তদের প্রত🌱্🐈যাশাও থাকে বেশি। যে কারণে খেলোয়াড়দের উপর এক ধরণের চাপও থাকে।

ভারতের বিপক্ষে সিরিজকে সামনে রেখে কেমন চাপ অনুভব করছে অস্✤ট্রেলিয়া, এমন 🌠প্রশ্নের জবাবে কামিন্স বলেন, ‘কোনো বাড়তি চাপ নেই। তবে ঘরের মাঠে খেলাটা সবসময়ই চাপের। ভারতের অনেক প্রতিভা রয়েছে, এটা একটা ভালো চ্যালেঞ্জ হতে চলেছে।’

পুত্রসন্তানের জনক হওয়ায় প্রথম টেস্টে খেলবেন না ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শ🌼র্মা। পারꦛ্থে তাই ভারতকে নেতৃত্ব দেবেন পেসার জাসপ্রিত বুমরাহ। অর্থাৎ দু’দলের অধিনায়কই পেসার।

বুমরাহ’র অধিনায়ক হওয়া নিয়ে কামিন্স বলেন, ‘যখন পেসার কোনো দলের অধিনায়ক হয় তখন এটা সবসময়ই স্পেশাল। এইরকম আরও বেশি হওয়া উচিত। আগেরবার নিউজিল্𝄹যান্ডের বিপক্ষে সিরিজেও এটা হয়েছিল। তখন টিম সাউদি অধিনায়ক ছিলেন।’

 

Link copied!