• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


গোল্ডেন বুট নয়, বিশ্বকাপে নজর এমবাপের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২২, ০৮:৩০ পিএম
গোল্ডেন বুট নয়, বিশ্বকাপে নজর এমবাপের
ছবিঃ গেটি ইমেজস

চলতি বিশ্বকাপে চার ম্যাচে ইতিমধ্যে পাঁচ গোল করে ফেলেছেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। স্বাভাবিকভাবেই তাকেই এখন গোল্ডেন বুট জয়൲ের দৌড়ে সবচেয়ে ফেভারিট ধরা হচ্ছে।

তবে এমবাপে গোল্ডেন বুট নয়,  বিশ্বকাপের শিরোপাকেই পাখির চোখ করেছেন। সর্বশেষ পোল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল এসেছে 🍃এমবাপের পা থেকে। তবে ম্যাচ শেষে জানালেন গোল্ডেন বু🐭ট নয় বিশ্বকাপ জিততেই কাতার গিয়েছেন তিনি।

এমবাপে বলেন,  “ এখানে গোল্ডেন বুট নয়, বিশ্বকাপ জি𒆙ততে এসেছি। যদি বুট জিতি, তাহলে অবশ্যই খুশি হবো। কিন্তু এখানে আমি  ওটার জন্য আসিনি। জাতীয় দলকে সাহায্য করতে এসেছি।”

সবকিছু ছাপিয়ে এমবাপের বর্তমান লক্ষ্য বিশ্বকাপ জেতা🍸। আর এই মুহূর্তে তার সব মনোযোগ কোয়ার্টার ফাইনালে।

“আমার প্রধান লক্ষ্য ♊বিশ্বকাপ জেতা। পরবর্তী ম্যাচ কোয়ার্টার ফাইনাল, যা বিশ্বকাপের অন্যতম গুরুত্বপূর্ণ🌱 ম্যাচ” যোগ করেন এমবাপে।

চলতি বিশ্বকাপের শিরোপা দৌড়ে ফ্ඣরান্সকে হট ফেভারিট হিসে🍬বে ধরা হচ্ছে। শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষেও তারা দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে।

Link copied!