বেঙ্গালুরুতে প্রথম ক্রিকেট টেস্টে ৮ উইকেটের লজ্জাজনক পরাজয়ের পর এবার পুনেতে দ্বিতীয় টেস্টেও বেহাল অবস্থায় পড়েছে স্বাগতিক ভারত। নিউজিল্যান্ড ৩৫৯ রানের জয়ের টার্গেট দিয়েছে ভারতকে।♈
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে ২৫৯ রানের জবাবে ভারত মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায়। ফলে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে। সফরকারীরা ২৫৫ রান করেছে দ্বিতীয় ইনিংসে। ভারতের ইনিংসে ধস নামান কিউই স্পিনার সান্টনার। তিনি একাই নিয়েছেন ৭টি𒊎 উইকেট। ভারতের ইনিংসে জাদেজা ৩৮, জসওয়াল ও রিশভ পান্ত ৩০ করে রান করেন। প্রথম টেস্টের সেঞ্চুরিয়ান সরফরাজ খান ১১ রান করে আউট হন।
পুনে টেস্ট জিততে হলে কঠিন লড়াই করতে হবে ভারতকে। এই টেস্টে ভারত হেরে গেলে বা ড্র করলে আর 𓂃সিরিজ লাভ করতে পারবে না। এতে করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা ভারতের জন্য আরও কঠিণ হয়ে পড়বে। এখন পর্যন্ত ভারত পয়েন্টের শতাংশের হিসেবে শীর্ষে রয়েছে। যেখানে চতুর্থ স্থানে আছে নিউজিল্যান্ড। এই টেস্টে জিতলে নিউজিল্যান্ড আরও ভালো পজিশনে চলে যাবে। আর ভারতের শতাংশ কমে যাবে।