বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে পদত্যাগের কথা বলে বড় ধরনের সꦰাংবিধানিক শূন্যতা সৃষ🌜্টি করা যাবে না।”
শনিবার (২৬ অক্টোবর) বিকেলে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাজধানীর তেজগাঁও এলাকায় লিফলেট বিতর🐼ণে প্রধান অতিথির বক্তব্💟যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “অনেক চিন্তা করে আমাদের কাজ করতে হবে। 💖অল্প শূন্যতা হলে, সেই শূন্যতা ভরাট করা যায়। কিন্তু বড় শূন্যতা হলে সেটা ভরাট করা মুশকিল হয়।”
বিএনপির এই সিনিয়র নেতা বলেন, “এখানে শে🍎খ হাসিনার পতনে যারা অসন্তুষ্ট হয়েছেন, বাꦛংলাদেশের ভেতরের কিছু মানুষ ও বাইরের লোকজন নানা ষড়যন্ত্র–চক্রান্তে মেতে উঠবে।”
অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উদ্যোগ🌃ের কথা তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, “এই সরকারের দায়িত্ব হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দে♉ওয়া। সেই নির্বাচনের ব্যবস্থা করা দরকার।”
এসময় অন্তর্বর্তী সরকারকে ন🐽ির্বাচনের তারিখ ঘোষণা করে এর মধ্যে যতটুকু সংস্কার করা দরকার, তা করতে আহ্বান জান💧ান রিজভী।
এসময় উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফখরুল ইস🍷লাম 🎐রবিন, ডা. জাহিদুল কবির প্রমুখ।