• ঢাকা
  • সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ১২ কার্তিক ১৪৩১, ২৪ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শামিকে নিয়ে নতুন খবর, যেতে পারেন অস্ট্রেলিয়া সফরে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০২:৪২ পিএম
শামিকে নিয়ে নতুন খবর, যেতে পারেন অস্ট্রেলিয়া সফরে
মুহম্মদ শামি। ছবি: সংগৃহীত

গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ২৪টি উইকেট নিয়ে সাড়া ফেলে দে🦩ন মুহম্মদ শামি। তবে ইনজুরির কারণে দীর্ঘ দিন ধরেই রয়েছেন মাঠের 💞বাইরে। তিনি কবে ফিরবেন- এই নিয়ে জোর জল্পনা চলছে অনেকদিন ধরেই।

আগে শোনা যাচ্ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস𝐆্ট সিরিজে কামব্যাক হতে পারে তার। কিন্তু নতুন করে পাওয়া চোট সেই আশায় পানি ঢেলে দেয়। তবে এই সবের মাঝে শামিকে নিয়ে এবার ভালো খবর পাওয়া যাচ্ছে।

ভার❀তীয় মিডিয়া সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, খুব তাড়াতাড়ি বোর্ডের তরফে ফিটনেস সার্টিফিকেট হাতে পেতে চলেছেন ভারতীয় পেসার শামি। বর্তমানে এই পেসার ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে নিজের ফিটনেসের উপর কাজ করছেন। সম্প্রতি বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নেটে বল করতে দেখা যায় তাকে। বোলিং কোচ মর্নি মর্কেলের তত্ত্বাবধানে বেশ অ🌳নেকক্ষণ বোলিং করেন তিনি।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, শামিকে আগামী সপ্তাহের মধ্যেই হয়তো ম্যাচ খেলার ছাড়পত্র দিয়ে দেওয়া হতে পার꧑ে। 

এই ভারতীয় পেসারও ঘনিষ্ঠমহলে দাবি করেছেন তিনি ম্যাচ খেলার জন্য প্রায় ফিট, শুধু আর কিছুদিনের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে পরবর্তী রঞ্জি ট্রফির ম্যাচেই বল হাতে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা। আপাতত তার পশ্চিমবঙ্গের হয়ে দু’টি রঞ্জি ট্রফির ম্যাচ🐷 খেলার কথা রয়েছে। এই বিষয়ে দলটির কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেন, ‘আমার সঙ্গে ওর কথা হয়েছে। পরের দুটো ম্যাচে শামি খেলতে পারে।’ শুধু রঞ্জি নয়, অস্ট্রেলিয়া সফরেও দেখা যেতে পারে শামিকে।

যদি ফিটনেস বাধা না হয়ে দাঁড়💮ায় তাহলে ধরেই নেওয়া যায় অস্ট্রেলিয়ায় যাচ্ছেন তিনি। অস্ট্রেলিয়া সফরের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে꧅ ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই তালিকায় শামির নাম নেই। এই বিষয়ে এক বোর্ড কর্তা জানিয়েছেন, দল ঘোষণার সময় তার ফিটনেস সার্টিফিকেট হাতে এসে না পৌঁছানোয় দলে রাখা হয়নি। 

ওই বোর্ডের সদস্য প্রতিদিনকে জানিয়েছেন, ‘শামি দলের অটোমেটিক চয়েস। যখন দল নির্বাচন হয়, তখন শামির ফিটনেস সম্পর্কে জানতে চাওয়া হয়। কিন্তু✨ সেই সময় ফিটনেস নিয়ে ক্লিয়ারেন্স না আসায় তাকে দলে রাখা সম্ভব হয়নি। যখনই ওর ফিটনেস নিয়ে সার্টিফিকেট চলে আসবে, তখন ওকে দলে ডেকে নেওয়া হবে। তার মতো ক্রিকেটারকে দলের বাইরে রাখা সম্ভব নয়।’ অর্থাৎ এখান থেকেই বোঝা যাচ্ছে তার জাতীয় দলে কামব্যাক শুধু সময়ের অপেক্ষা।  যদি রঞ্জি ট্রফির দুই ম্যাচে ফিটনেস নিয়ে সম্যসা না সৃষ্টি হয় তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে 𓆏তাকে ভারতীয় দলে দেখতে পাওয়াটা এক প্রকাশ নিশ্চিত।

Link copied!