• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নেশন্স লিগ ফুটবল

হাঙ্গেরিকে সহজেই হারিয়ে শেষ আটে নেদারল্যান্ডস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪, ১০:০২ এএম
হাঙ্গেরিকে সহজেই হারিয়ে শেষ আটে নেদারল্যান্ডস
বড় জয়ের উৎসবে ডাচ খেলোয়াড়রা। ছবি: সংগৃহীত

উয়েফা নেশন্স লিগ ফুটবলের এ-৩ নম্বর গ্রুপের এক ম্যাচে হাঙ্গেরিকে ৪-০ গোলে ඣহারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো নেদারল্যান্ডস।&n🔴bsp;

আমস্টারডামে শনিবার রাতে অনুষ্ঠিত এ ম্যাচে স্বাগতিকদের জন্য কঠিন লড়াই ছিল এটা। না জিতলে তাদের শেষ আটে জায়গা করা কঠিন হয়ে পড়তো।&nb🀅sp;

ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল পায় ডাচরা। প্রথমার😼্ধে প্রায় সাত মিনিট খেলা বন্ধ ছিল হাঙ্গেরির সহকারী কোচ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করেন ওয়েগহর্স্ট ও গাকফো।

৬৪ মিনিটের সময় ড্রামফাইজ এবং ৮৫ মিনিটে🐓র মাথায় কোপমেইনার্স গোল করলে সহ🌸জ জয় পায় নেদারল্যান্ডস। 

তারা ৮ পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ হয়ে শ🐈েষ আটে জায়গা করে নেয়। এই গ্রুপ থেকে জার্মান🧔রা ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান লাভ করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।

Link copied!