• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাঁচ চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন বছরে মেসি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫, ০৩:২৪ পিএম
পাঁচ চ্যালেঞ্জ সামনে নিয়ে নতুন বছরে মেসি
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

বর্তমান ফুটবল বিশ্বে সবচেয়ে বেশি আলোচিত নামটি লিওনেল মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড কখন কী করেন, তার দিকে নজর থাকে সব ফুটবলপ্রেমীর। ২০২৪ সালেও ছিল, নতুন🦹 বছরেও থাকবে। 

কারণ নতুন বছরে অনেকবারই মাঠে না🌳মবেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক। ক্লাবের জার্সিতেও থাকবেন ব্যস্ত। তার ক্যারিয়ারের গোধূলিবেলায় তিনি নিশ্চয়ই আরও একটি সাফল্যে মোড়ানো মৌসুম কাটাতে চাইবেন। তবে তাকে বেশ কিছু চ্যালেঞ্জের মুখেও পড়তে হবে এবা💙র।

এমএলএস কাপ: ২০২৫ সালে মেসি ও তার ক্লাব ইন্টার মায়ামির প্রধান লক্ষ্য হচ্ছে মেজর লিগ সকার (এমএলএস) কাপ জেতা। ২𝓰০২৪ সালে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে প্লে অফ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এবার তাদের লক্ষ্য শুধু ফাইনালে উঠাই নয়, শিরোপা জেতাও।

কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ: এই টুর্নামেন্টের গত আসরের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে যায় ইন্টার মায়ামি। তবে এবার আঞ্চলিক এই টুর্নামেন্ট ঘিরে এবার বিশেষ পরিকল্পনা সাজাচ্ছেন মেসিরা। এজন্য সবচেয়ে বেশি জরুরি মেসির নিজের পু☂রো ফিট থাকা।

লিগ কাপ: ২০২৩ সালে এই টুর্নামেন𓂃্টের শিরোপা জেতার স্বাদ পেয়েছে ইন্টার মায়ামি। সেবার মেসি ঝলকে ভর করেই নিজেদের ইতিহাসে প্রথম এই শিরোপা জেতে ডেভিড ব্যাক🍰হামের মালিকানাধীন ক্লাবটি। এবারও লিগা এমএক্স-এর সেরা দলের বিপক্ষে খেলতে হবে তাদের। এই শিরোপা জিতলে মেসিদের আত্মবিশ্বাসও বাড়বে।

ক্লাব বিশ্বকাপ: ২০২৫ সালে প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে অংশ নেবে ইন্টার মায়ামি। ৩২ দলের আসরটি বসবে যুক্তরাষ্ট্রেই। টুর্নামেন্ট জেতা মেসির জন্য বিরল অর্জন তো বটেই,﷽ ইন্টার মায়ামির জন্য যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাস পাল্টে দেওয়ার সুযোগও। 

আর্জেন্টিনা দল: ২০২৫ সালে আর্জেন্টিনার কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতা নেই। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের বেশ কয়েকটি ম্যাচ রয়েছে। যেখানে নিজের নেতৃত্ব ও পারফরম্যান্স দিয়ে আরও একটি বিশ্বকাপে খেলার পথে ছুটবেন 🃏মেসি।

এর পাশাপাশি আরও কয়েকটি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মেসিকে। এর মধ্যে শারীরিক ফিটনেস ঠিকꦉ র💃াখা তো আছেই।

২০২৫ সালে ৩৮ বছরে পা দেবেন মেসি। বয়সের🐻 এইসব বাধা পের🔜োনো তার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। তবে এই চ্যালেঞ্জ নেওয়ার সামর্থ্য আছে বলেই তিনি মেসি।

Link copied!