কেটি বোল্টার অস্ট্রেলিয়ার অলিভিয়া গাডেকিকে সরাসরি সেটে হারিয়ে গ্রেট ব্রিটেনকে সিডনিতে চলমান ইউনাইটেড কাপ 🌄টেনিস আসরের কোয়ার্টার ফাইনালে জায়গা করে দিতে বিরাট ভূমিকা রেখেছেন।
বোল্টার জানতেন স্বাগত🎐িকদের বিরুদ্ধে তিন ম্যাচের মধ্যে যে কোনো একটিতে সরাসরি সেটে জয় ত🎃ার দেশকে ‘এফ’ গ্রুপের শীর্ষ স্থান নিশ্চিত করবে।
প্রথম 🥀ম্যাচেই বোল্টার💙 ৭০ মিনিটের লড়াইয়ে সরাসরি ৬-২ ও ৬-১ সেটে গাডেকিকে পরাজিত করেন। পরের দুটি ম্যাচে জয়লাভ করে আগেই শেষআটে উঠা অস্ট্রেলিয়া।
বোল্টারের বাগদত্তা অবশ্য অস্ট্রেলিয়ান তারকা অ্যালেক্স ডি মিনাউর। তিনি ব্রিটেনের বিল🅺ি হারিসকে সরাসরি ৬-২ ও ৬-১ সেটে পরাজিত করেন। আর মিক্সড ডাবলসে মিনাউর ও গাডেকি জুটি ব্রিটেনের চার্লস ব্রুম ও অলিভিয়া নিকোলসকে সরাসরি ৬-৩ ও ৭-৬ সেটে পরাজিত করেন।
এর আগে, মঙ্গলবার ব্রিটেন তাদের উদ্বোধনী টাইতে আর্জেনಌ্টিনাকে ২-১ ম্যাচে পরাজিত করে। গ্রুপের তিনটি দলই সমান পয়েন্ট নিয়ে গ্রুপপর্ব শেষ করে। তবে ব্রিটেন শীর্ষস꧙্থান লাভ করে সর্বাধিক সেট জেতার কারণে।
ম্যাচশেষে বোল্টার বলেন, ‘আমি এই সমস্ত বিষয়ে পরিসংখ্যান এড়াতে🍎 কিন্তু আমরা গত রাতে যখন সাবেক নাম্বার ওয়ান ব্রিটিশ তারকা লরা রবসনের সাথে ডিনারে ছিলাম তখন তিনি বলেছিলেন, আমাকে সরাসরি সেটে জিততে হবে। তাই আমি রাত থেকেই মানসিক চাপের মধ্যে ছিলাম।’
আলেকজান্ডার শেভচেঙ্কো কাজাখস্তানকে কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে সাহ🐼ায্য করেন। তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দেয়। জার্মানি অবশ্য বিশ্বের দুই নম্বর আলেকজান্ডার জাভেরেভকে ছাড়াই খেলতে নামে। তিনি ইনজুরির কারণে রয়েছেন দলের বাইরে।