চলতি বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে আছেন ফরাসি ফুটবলার ক🍨িলিয়ান এমবাপে। গতরাতেও পোল্যান্ডে🍸র বিপক্ষে তার পা থেকে এসেছে জোড়া গোল। সব মিলিয়ে এখন পর্যন্ত এবারের আসরে পাঁচ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাও তিনি।
তবে এমবাপে এখনও🍃 পরিণত নয় বলে দাবি করেছেন তার ক্লাব প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সাবেক কোচ মারিসিও পচেত্তিনো। পিএসজিতে পচেত্তিনো কোচ থাকার সময়ে বেশ কয়কেবারই এমবাপের সঙ্গে ঝামেলার খবর প্রকাশ হয়েছে, যদিও সে সময়ে ক্লাবের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছিল।
পচেত্তিনো বলেন, “সে (⛦এমবাপে) ২৩ বছয় বয়স্ক এবং ইতিমধ্যে বিশ্বকাপ জিতেছে। সে অসাধারণ প্রতিভা কিন্তু সমস্যা হচ্ছে, অনেক সময় নিজেকে সামলাতে হয়। সে পরিপক্ক নয়, এখনও শিশু!”
তবে পচেত্তিনো এটাও মনে করেন যে, এমবাপেকে নিয়ে যত বেশি কথা হয় সেগুলোও ঠিক🀅 নয়। “আমার মনে হয় সে খুবই ভালো খেলছে। আর মানুষ তাকে নিয়ে একটু বেশিই কথা বলে এবং বিষয়টা তেমন নয়” যোগ করেন তিনি।
পিএসজি ছাড়ার পর আপাতত বেকার পচেত্তিনো। এখনও তার নতুন কোনো ক্লাবে যোগ দে꧙ওয়ার খবরও শোনা যাচ্ছে না।