• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কোর্দা ফের বিশ্ব গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৪, ০৭:২৩ পিএম
কোর্দা ফের বিশ্ব গলফ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে
নেলি কোর্দা । ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের নারী গলফ তারকা নেলি কোর্দা চলতি বছরে দ্বিতীয় এলপিজিএ ট্যুর ইভেন্ট জিতেছেন। যা তার ক্যারিয়ারের ꧃১০তম এলপিজিএ শিরোপা। 

স্বদেশি রায়🌜ান ও’টুলের বিরুদ্ধে প্লে-অফ জয়ের মাধ্যমে তিনি  ক্যালিফোর্নিয়ার পালোস ভার্𒅌দেসে সেরি পাক চ্যাম্পিয়নশিপের ট্রফি লাভ করেন। 

এই জয়ে ২৫ বছর বয়সী অলিম্পিক চ্যাম্পিয়ন কোর্দা পুনরায় বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন। 
কোর্দা সর্বশে༒ষ বারের মতো গলফ আসরে খেলেছিলেন সাত সপ্তাহ আগে। যখন তিনি ড্রাইভ অন চ্যাম্পিয়নশিপ জিততে লিডিয়া কো’র বিরুদ্ধেও প্🔴লে-অফে জয়লাভ করেছিলেন।

শিরোপা জিতে কোর্দা বলেন, ‘আজ সত্যি🌳ই জয় পাওয়াটা কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এই কঠিন বিষয়টিও খেলার একটি সৌন্দর্য। এই কন্ডিশনে খেলাটা বেশ মজার এবং এখানে ভালো করতে আমাকে একটু বেশি শৈল্পিক হতে হয়েছে।’

কোর্দা ও লিডিয়া কো ছাড়াও এই ইভেন্টে আরও অংশ নেন অস্ট্রেলিয়ার সাবেক পেশাদার টেনিস খেলোয়াড় রুকি গ্যাব্রিয়েলা রাফেলস, যুক্তরাষ্ট্রের অ্যালিসন লি, স্কটল্যান্ডের জেমা ড্রাইবার্গ এবং ইংল্যান্ডের চার্লি হাল।  
 

Link copied!