মার্কিন যুক্তরাষ্ট্রের নারী গলফ তারকা নেলি কোর্দা চলতি বছরে দ্বিতীয় এলপিজিএ ট্যুর ইভেন্ট জিতেছেন। যা তা🧔র ক্যারিয়ারের ১০তম এলপিজিএ শিরোপা।
স্বদেশি রায়ান ও’টুলের বিরুদ্ধে প্লে-অফ জয়ের মাধ্যমে তিনি ক্যালিফোর্ন♈িয়ার পালোস ভার্দেসে সেরি পাক চ্যাম্পিয়নশিপের ট্রফিꦓ লাভ করেন।
এই জয়ে ২৫ বছর বয়সী অলিম্পিক চ্যাম্পিয়ন কোর্দা পুনরায় বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেলেন।
কোর্দা সর্বশেষ বারের মতো গলফ আসরে খেলেছিলেন সাত সপ্তাহꦅ আগে। যখন তিনি ড্রাইভ অন চ্যাম্পিয়নশিপ জিততে লিডিয়া কো’র বিরুদ্ধেও প্লে-অফে জয়লাভ করে꧅ছিলেন।
শিরোপা জিতে কোর্দা বলেন, ‘আজ সত্যিই জয় পাওয়াটা কঠিন ছিল। কিন্তু আমি মনে করি এই কঠিন বিষয়টিও খেলার একটি সৌন্দর্য। এই কন্ডিশনে খ🧔েলাটা বেশ মজার এবং এখানে ভালো করতে আমাকে একটু বেশি শৈল্পিক হতে হয়েছে।’
কোর্দা ও লিডিয়া কো ছাড়াও এই ইভেন্টে আরও অংশ নেন অস্ট্রেলিয়ার সাবেক পেশাদার টেনিস খেলোয়াড় রুকি গ্যাব্রিয়েলা রাফেলস, যুক্তরাষ্ট্রের অ্যালিসন লি, স্কটল্যান্ডের জেমা ড্রাইবার্গ এবং ইংল্যান্ডের চার্লি হাল।