বিশ্ব ক্রিকেট তারকাদের মধ্যে ভারতের বিরাট কোহলি একটা বড় নাম। ভারত এবং ভারতের বাইরে তার জনপ্রিয়তা অনেক ক্রীড়া ব্যক্তিত্বকেও হার মানাবে। বিদেশে, বিশেষ করে অস্ট্রেলিয়ায় কোহলির ꦫজনপ্রিয়তা অনেক বেশি। তাই বোর্ডার💜-গাভাস্কার ট্রফির আগে কামিন্সদের চেয়েও আলোচনা বেশি হচ্ছে কোহলিকে নিয়ে।
এবার কোহলির সই করা ব্যাট অস্ট্রেলিয়ায় নিলামে বিক্রি হতে যাচ্ছে চোখ ধাঁধানো দামে। যেই দাম কোল্ডপ্লে ব্যান্ডের বহুল আলোচিত দামি টিকিটের থেকে বহুগুণ বেশি। ভারতের ꧅অস্ট্রেল🌄িয়া সফরকালে ঐ নিলামের সময় কোহলি উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সম্প্রতি নর্মান কোচানেক নামে অস্ট্রেলিয়ার এক পডকাস্টার ও ইউটিউবার তার শেয়ার করা এক ভিডিওতে জানান, কো🐓হলির সই করা এমআরএফের জেনুইন গ্র্যান্ড কিং ব্যাটটি নিলাম থেকে বিক্রি হচ্ছে। গ্রেগ চ্যাপেল ক্রিকেট সেন্টারের আউটলেট থেকে ব্যাটটি বিক্রি হবে, যার মূল্য ধরা হয়েছে ১৫ লাখ টাকারও বেশি। আর ব্যাটটি তৈরি করতে খরচ হয়েছে ২ লাখ ৩১ হাজার টাকা।
আহমেদাবাদে আয়োজন হতে চলা কোল্ডপ্লে বꦺ্যান্ডের কনসার্টে একটি ভিআইপি টিকিটের দাম ৪৯ হাজার টাকা। সেটা নিয়েই মাতামাতি চলছে। কিন্তু কোহলির ব্যবহার করা ব্যাটের তৈরি খরচই ঐ টিকিটের দামে🐼র চেয়ে প্রায় পাঁচ গুন বেশি।
উল্লেখ্য, কোহলির এবারই শেষ টেস্ট হতে🐽 চলেছে অস্ট্রেলিয়ায়। তিনি নিজের চেনা ছন্দে নেই। অস্ট্রেলিয়ার অনেক ক্রিকেট সমর্থক চাইছেন সেই পুরনো কোহলিকে ফিরে পেতে। মিচেল জনসন পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি কোহলির থেকে সেঞ্চুরি চান।