রো꧅হিত শর্মা ও বিরাট কোহলিকে বাদ দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ সিরিজের দল ঘোষণা করেছে ভারত। ১৫ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই।
জানা গেছে, বিরাট কোহলির জায়গায় উইন্ডিজের বিরুদ্ধে🦹 টি২০ দলে জায়গা পেয়েছে যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মার বদলে দলে ক্যাপ্টেন্সি করবেন হার💙্দিক পান্ডিয়া।
ভারতের টি-টোয়েন্টি দল
হার্দিক পান্ডিয়♛া, (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিশান (উইকেটকিপার), সঞ্জু স্𓆉যামসন (উইকেটকিপার), শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণোই, আর্শদীপ সিংহ, উমরান মালিক, আবেশ খান এবং মুকেশ কুমার।