• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘আমি চাই, রোজ তোরা টিকটক কর’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৪, ১২:৫৯ পিএম
‘আমি চাই, রোজ তোরা টিকটক কর’
সাবিনা খাতুন। ছবি: সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে বুধবার ভারতকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। এমন জয়ের পর সাবিনা খাতুনের🀅 ফেসবুক পেজ থেকে একটি বিতর্কিত স্ট্যাটাস দেওয়া হয়। পরে সেই স্ট্যাটস মুছে দুঃখ প্রকাশ করে আরেকটি স্ট্যাটাস দেন বাংলাদেশ অধিনায়ক। সর্বশেষ দুটি স্ট্যাটাসই মুছে🍸 ফেলেছেন তিনি।

বিতর্কের শুরুটা হয় পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকেই। সেই ম্যাচে ড্র করার পর মনিকা চাকমা অভিযোগ করেনকোচ সিনিয়ꦜর খেলোয়াড়দের পছন্দ করেন না, তাদের মাঠে নামাতে চান না। আর ভারত ম্যাচের আগে কোচ বাটলার অভিযোগ তোলেন, খেলার চেয়ে টিকটকে বেশি মনযোগী খেলোয়াড়রা।

ভারতের বিপক্ষে জয়ের পর সাবিনার অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দেওয়া হয়, ‘আলহামদুলিল্লাহ সকল প্রꦉশংসা এক আল্লাহর! প্রত্যেকের কাছে এবং প্রত্যেক খেলোয়াড়ের কাছে আমি কৃতজ্ঞ। আমি চাই, রোজ তোরা টিকটক কর। আর এমন পারফরম্যান্স কর। অনেক অনেক ভালোবাসা তোদের জন্য।’

কিছুক্ষণ পর সেই পোস্ট মুছে নতুন একটি পোস্টে লেখেন, ‘প্রথমেই দুঃখ প্রকাশ করছি, আমার পেজ থেকে পূর্বে প্রকাশিত স্ট্যাটাসটির জন্য। আমার পেজটি একজন ▨অ্যাডমিন দ্বারা নিয়ন্ত্রিত। আমি খেলা শেষ করে টিম হোটেলে আসার পূর্বেই স্ট্যাটাসটি প্রকাশ করা হয়। যা আমার দৃষ্টিতে আসা মাত্রই ডিলিট করেছি।’

‘আপাতত আমরা একটা প্রতিযোগিতায় আছি এবং সেটিতেই মনোযোগ দিতে চাই। আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, সব নেগেটিভ নিউজ বা মতামত টুর্নামেন্ট শেষে শেয়ার করুন। এই মুহূর্তে আমাদের সব❀ার জন্য দোয়া এবং সমর্থন করুন। এই দল সিনিয়র জুনিয়র সবকিছুর ঊর্ধ্বে। আমরা সবাই এখন বাংলাদেশ। সবাই ভালো থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি। শুভরাত্রি।’

 

Link copied!