স্প্যানিশ তারকা ডিফেন্ডার 🔯সার্জিও রামোস আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ফেౠসবুকে নিজের পেজে অবসরের ঘোষণা দেন রামোস।
সর্বশেষ কাতার বিশ্ব⭕কাপে রামোসকে দলে রাখেননি তৎকা🔜লীন স্প্যানিশ কোচ লুইস এনরিকে। তখনই আন্তর্জাতিক ফুটবলে তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন অনেকেই। বিশ্বকাপ ব্যর্থতায় এনরিকে চাকরি হারালে আবারও দলে ফেরার স্বপ্ন উঁকি দিচ্ছিল রামোসের মনে।
কিন্তু স্পেনের নতুন কোচও জানিয়ে দিয়েছেন🦩 জাতীয় দলের পরিকল্পনাতে নেই তার নাম। ফলে এখনই আন্তর্জাতিক ফ𝄹ুটবলকে বিদায় বলে দিয়েছেন রামোস। এরই মাধ্যে স্পেনের জার্সিতে ১৮ বছরের পথচলা শেষ হলো তার।
বর্তমানে পিএসজিতে খেলছেন রাম♉োস। সেখানে তার সতীর্থ লিওনেল🦩 মেসি, নেইমার কিলিয়ান এমবাপেদের মতো তারকারা।
বিদꦏায়বেলায়🤡 রামোসের প্রতি শ্রদ্ধা জানিয়ে পিএসজি তারকা এমবাপে লিখেছেন, "সেরা।"
রামোসের আরেক পিএসজি সতীর্থ আশরাফ হাকিমি লিখেছেন, "আপনার প্রতি𒈔 শ্রদ্ধা।"
হাততালির ইমোজি দিয়ে রামোসকে সমরꦅ্থন🧔 জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার।
রিয়াল তারকা রদ্রিগো লিখেছেন, "সব কিছুর জন্য অভিনন✱্দন অ♑ধিনায়ক।"
লুকাস ভাসকেস লিখেছেন, "তুমি কিংবদন্তি।"
স্পেনের সোনালী প্রজন্মের একজন রামোস ১৮০ ম্যাচ খেলেছেন। স্পেনের জার্সিতে ২০০৮ ও ২০১২ ইউরো জয়ের পাশাপাশি ২০১০ বিশ্বকাপেরౠ শিরোপা জিতেছেন তিনি। &nbs🦋p;২০০৫ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হওয়া রামোস স্পেনের জার্সিতে গোল করেছেন ২৩টি।