• ঢাকা
  • রবিবার, ১৮ আগস্ট, ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ১২ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্রান্স ওপেনে খেলবেন না নারী তারকা রাদুকানু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৪:৫৪ পিএম
ফ্রান্স ওপেনে খেলবেন না নারী তারকা রাদুকানু
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু চলতি সপ্তাহে শুরু হতে যাওেয়া বছরের দ্বিতীয় গ্রান্ড স্লাম আসর ফ্রান্স ওপ🐷েনের বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

২১ বছর বয়সী রাদুকানু ২০২১ সালের ইউএস ওপ🐎েন টেনিস টুর্নামেন😼্টের শিরোপা জিতেছিলেন। তিনি রোল্যান্ড গ্যারোসে মূল ড্রয়ের জন্য তৃতীয় বিকল্প হিসেবে রয়েছেন। তবে তার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি।

ব🃏াছাইপর্ব শুরু হবে সোমবাꦡর। ফ্রান্স ওপেনের মূলপর্ব শুরু হবে আগামী ২৬ মে। এই ক্লে-কোর্ট গ্রান্ড স্লামের জন্য রাদুকানুকে ওয়াইল্ডকার্ড দেওয়া হয়নি।

গত মা𓆉সে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর থেকে তিনি আর ক🌠োনো টেনিস টুর্নামেন্টে খেলেননি।

আর্জেন্টাইন কোয়ালিফায়ার মারিয়া লর্ডেস কার্লের কাছে তার সরাসরি সেটে পর💟াজয়ের পর, রাদুকানু বলেছিলেন যে, তিনি ‘মানসিক এবং আবেগগতভাবে ক্লান্ত’।

রাদুকানু ২০২২ সালে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে (১০তম) উঠেছিলেন। কিন্তু গত বছর কব্জি ও পায়ের গোড়ালির অপারেশনের পর ৩০৩ নম্বরে নেমে যান। আর এখন তিনি রয়েছেন ২১২তম স্থ🌳ানে।

 

Link copied!