• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ফ্রান্স ওপেনে খেলবেন না নারী তারকা রাদুকানু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৯, ২০২৪, ০৪:৫৪ পিএম
ফ্রান্স ওপেনে খেলবেন না নারী তারকা রাদুকানু
এমা রাদুকানু। ছবি : সংগৃহীত

ব্রিটিশ নারী টেনিস তারকা এমা রাদুকানু চলতি সপ্তাহে শুরু হতে যাওেয়া বছরের দ্বিꦰতীয় গ্রান্ড স্লাম আসর ফ্রান্স ওপেনের বাছাইপর্ব থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

২১ বছর বয়সী রাদুকানু ২০২১ সালের ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টের শিরোপা জ🅰িতেছিলেন। তিনি রোল্যান্ড গ্যারোসে মূল ড্রয়ের জন্য তৃতীয় বিকল্প হিসেবে রয়েছেন। তবে তার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি।

বাছাইপর্ব শুরু♋ হবে সোমবার। ফ্রান্স ওপেনের মূলপর্ব শুরু হবে আগামী ২৬ মে। এই ক্লে-কোর্ট গ্রান্ড স্লামের জন্য রাদুকানুকে ওয়াইল্ডকার্ড দেওয়া হয়নি।

গত মাসে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ডে হেরে যাওয়ার পর থেকে তিনি আর কোনো টেনিস টুর্ন🐲ামেন্টে ♔খেলেননি।

আর্জেন্টাইন কোয়ালিফায়ার মারিয়া লর্ডেস কার্লের কাছে তার সরাসরি সেটে পরাজয়ের পর, রাদুকানু বলꩲেছিলেন যে, তিনি ‘মানসিক এবং আ♓বেগগতভাবে ক্লান্ত’।

রাদুকানু ২০২২ সালে ক্যারিয়ারের সেরা র‌্যাংকিংয়ে (১০তম) উঠেছিলেন। কিন্তু গত বছর কব্জি ও 🐬পায়ের গোড়ালির অপারেশনের পর ৩০৩ নম্বরে ন♉েমে যান। আর এখন তিনি রয়েছেন ২১২তম স্থানে।

 

Link copied!