• ঢাকা
  • শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১০ কার্তিক ১৪৩১, ২২ রবিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ইংল্যান্ডের ‘বাজবল’কে দুমড়ে-মুচড়ে ৯ বছর পর সিরিজ জয় পাকিস্তানের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০১:৩০ পিএম
ইংল্যান্ডের ‘বাজবল’কে দুমড়ে-মুচড়ে ৯ বছর পর সিরিজ জয় পাকিস্তানের
ইংল্যান্ডকে দ্বিতীয় ইনিংসে ১১২ রানে অলআউট করে মাঠ ছাড়ছেন পাকিস্তানি ফিল্ডাররা।। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের ‘বাজবল’কে দুমড়েমুচড়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টেস্টে ৯ উইকেটে জয়ী হলো স্বাগতিক পাকিস্তান। সেইসঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে পাকি✱স্তান।

ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৬৭ রানের জবাবে পাকিস্তান সউদ শাকিলের দুর্দান্ত সেঞ্চুরি𝔉র উপর নির্ভর করে ৩৪৪ রান করে। ইংল্যান্ড তাদের দ্ꦇবিতীয় ইনিংসে মাত্র ১১২ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে পাকিস্তান ১ উইকেট হারিয়ে ৩৭ রান করে।

ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জো রুট ৩৩, হ্যারি ব্রু🐼ক ২৬ রা🦹ন করেন। পাকিস্তানের নোমান আলী ৪২ রানে ৬টি এবং সাজিদ খান ৬৯ রানে ৪টি উইকেট পান।

পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শান মাসুদ ২৩ ও আব্দুল্লাহ শফিক অপরজিত ৫ রান করেন। সাইম আইয়ুব♍ ৮ রানে আউট হন। ইংল্যান্ডের জ্যাক লিচ একমাত্র উইকেটটি লাভ করেন।

পাকিস্তানের সেঞ্চুরিয়ান (১৩৪ রান) সঊদ শাকিল ম্যাচসেরা হন। আর স্পিনার সাজিদ খান সিরিজসেরা হন। সাজিদ সিরিজে মোট ১৯টি উইকেট পান মাত্র ৭২ রানের বিনিময়ে🐓।   

এরআগে, ইংল্যান্ড মুলতানে প্রথম টেস্টে এক ইনিংস ও ৪৭ রানে এবং মুলতানেই দ্বিতীয় টেস্টে পাকিস্তান ১৫২ রানে জয়লাভ ♋করে।

মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছিল পাকিস্তান। এরপর দুটি টেস্টে তারা পুরো স্পিন দুর্গ বানিয়ে খেলেছে। তাতেই এসেছে সাফল্য। রাওয়ালপিন্ডিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্পি🌺ন ঘূর্ণিতে দিশেহারা ইংল্যান্ড মাত্র ৩৬ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তানকে। যা শান মাসুদের দল ৯ উইকেট হাতে রেখে পেরিয়েছে। ঘরের মাঠে এটি পাকিস্তানের ৩ বছর এবং ইংল্যান্ডের বিপক্ষে ৯ বছর পর টেস্ট স🐽িরিজ জয়।

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে স্পিন-বান্ধব উইকেটের আভাস পেয়ে ইংল্যান্ডও স্পিনার বাড়িয়ে একাদশ সাজিয়েছিল। তবে এক্ষেত্রে পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলির দাপট ছিল ঐতিহাসিক। দুই ইনিংসে তারা দুজন মিলে নিয়েছেন ১৯ ‍উইকেট। ফলে আরও একটি কীর্তি গড়েছে স্বাগতিকরা। তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেও এ নিয়ে দ্বিতীয়বার সিরিℱজ জিতল পাকিস্তান। ১৯৯৫ সালে তারা প্রথমবার জিম্বাবুয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও সিরিজ জিতে।

এ ছাড়া ২০১৫ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড ছিল না বাবর-রিজওয়াಞনদের। সেটি এলো আজ। ঘরের মাঠেও ২০২১ সালের পর আরেকটি টেস্ট সিরিজ জিততে পাকিস্তানকে তিন বছর অপেক্ষা করত💞ে হয়েছে। এর মাঝে ৪টি সিরিজ খেলেছিল তারা, ইংলিশদের আগের সিরিজে বাংলাদেশের কাছে হেরেছিল ২-০ ব্যবধানে।

Link copied!