আগের টেস্টে সাজিদ খান আর নোমান আলির কাছেই নাকাল হয়েছিল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ টেস্টেও পাকিস্তানি🌳 এই দুই স্প⛄িনার দাপট দেখাচ্ছেন। তাদের ঘূর্ণির সামনে ২৬৭ রানেই গুটিয়ে গেছে ইংল্যান্ডের প্রথম ইনিংস। পেস বোলিংয়ের প্রয়োজনই দেখেনি পাকিস্তান।
১২৮ রান সাজিদ খান একাই নিয়েছেন ৬ উইকেট। ৮৮ রানে💟র বিনিময়ে নোমান💧 আলির শিকার ৩টি।
ইংল্যান্ডের একটা সময় বেশ খারাপ অবস্থা ছিল। ১১৮ রানে তারা হারিয়েছিল ৬ উইকেট। সপ্তম উইকেট♐ে লোয়ার অর্ডারের গুস এটকিনসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। জুটিতে ১০৭ রান যোগ করেন তারা।
এটকি🔯নসন ৩৯ করে আউট হলে ভাঙে এই জুটি। জেমি স্মিথ সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। ১১৯ বলে ৫ চার আর ৬ ছক্কায় ৮৯ রান করা স্মিথকে শেষ পর্যন্ত আউট করেন লেগস্পিনার জাহিদ মাহমুদ।
জবাব দিতে নেমে প্রথম দিনের খেলাশেষে ৩ উইকেটে ৭৩ রান তুলেছে পাকিস্তান। ১৪ করে আউট হয়েছেন আবদুল্ল🦹াহ শফিক। সাইম আইয়ুব ১৯ ও কামরান গুলাম ৩ রানে ফিরে যান। অধিনায়ক শান মাসুদ ও সউদ শাকিল ১৬ রান করে নিয়ে অপরাজিত রয়েছেন।
ইংল্যান্ডের হয়ে উইকেট তিনট🅘ি নেন জ্যাক𓂃 লেস, শোয়েব বশির ও গাস আটকিনসন।
প্রধম টেস্টে ইংল্যান্ড এবং দ্বিতীয় টেস্টে পাকিস্তান জয়ী হয়। ফলে তৃতীয় টেস্টটি একঅর্থে ফাইনাল রূপ ন൲িয়েছে।