নন্দিত অভিনেত্রী জয়া আহসান। দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও প্রসংশা কুড়াচ্ছেন। ২০১৮ সালে দেশে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘দেবী’। সে সময় দেশের দর্শক মাতিয়েছে সিনেমাটি। এবার দর্শক মাতাতে নন্দিত এই সিনেমাটি ভারত যাচ্ছে। এমনটাই🌊 নিশ্চিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র আমদানি-রপ্তানি সুপারিশ কমিটি। জানা গ☂েছে, সিনেমাটি ভারতে পাঠাচ্ছে বৈধ আমদানি/রপ্তানিকারক প্রতিষ্ঠান সি তে সিনেমা।
হুমায়ূন আহমেদের বিখ্যাত উপন্যাস ‘দেবী’ অবলম্বনে ܫসরকারি অনুদানে সিনেমাটি নির্মাণ করেন অনম বিশ্বাস। এতে রানু চরিত্রে অভিনয় করেছেন জয়া। মিসির আলির চরিত্র করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণ্য চৌধুরী, শবনম ফারিয়া, অনিমেষ আইচ, ইরেশ যাকের প্রমুখ।
‘দেবী’🐎 সিনেমার প্রযোজকও ছিলেন জয়া। এই সিনেমার জন্য ২০১৮ সালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান তিনি। তবে ভারতে সিনেমাটি কবে মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০২১ সালে ‘দেবী’ কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে সিনেমাটির একট🐲ি বিশেষ প্রদর্শনী হয়। সে সময় সিনেমাটি কলকাতার দর্শকের কাছে ব্যা𒁃পক প্রশংসিত হয়।
অভিনেত্রী হিসেবে জয়া আহসানের দুই দশকের বেশি সময়ের পথচলা। শুরুতেই নাটকে অভিনয় করে তিনি জনপ্রিয় হন। পরে একসময় নাটকে বিরক্ত হয়ে যান। তখন চাইছিলেন সিনেমায় নিয়মিত অভিনয় করতে। নুরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাতার’ সিনেমা দিয়ে বড় প𒐪র꧂্দায় নাম লেখান।
‘বাংলাদেশের চলচ্চিতཧ্র ইন্ডাস্ট্রির বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। গত বছর তিনি ‘কড়ক সিং’ ওয়েব ফিল্ম দিয়ে বলিউডে নাম লিখিয়েছেন। তিনি নারী চরিত্রটিকে অনন্যএক মর্যাদায় নিয়ে গিয়েছেন। তার অভিনয়দক্ষতা হিন্দি সিনেমার দর্শকদের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে।
তিনি সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার, ক্রিটিকস অ্যাওয়ার্ডসহ একাধিক বিদেশের পুরস্কার যেমন ঝুলিতে ভরেছেন, তেমনি ছ🐼য়বার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। ভারতেও তার এক দশকের বেশি সময়ের ক্যারিয়ার।