• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


জীবনের বাঁকে বাঁকে ছিল রহস্য, তারপরও সুখী নার্গিস ফাখরি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৩:৪৫ পিএম
জীবনের বাঁকে বাঁকে ছিল রহস্য, তারপরও সুখী নার্গিস ফাখরি
নার্গিস ফাখরি

বলিউডে নায়িকাদের দৌ💖ড়ে বরাবরই পিছিয়ে ছিলেন অভিনেত্রী নার্গিস ফাখরি। তাতে কী হয়েছে, গ্ল্যামার কুইন হিসেবে অনায়াসে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। মাঝে বিটাউন ছেড়ে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন রকস্টারখ্যাত এই নায়িকা। 

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে এই মার্কিন অভিনেত্রীর। এরপর ‘মাদ্রাজ ক্যাফে’, ‘হাউজফুল থ্রি’-এর মতো সিনেমা উপহার দিয়েছেন এই আলোচিত নায়িকা।
এক যুগের বেশি সময় ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন নার্গিস। কিন্তু এই জার্নি মোটেও সহজ ছিল না। কারণ হঠাৎ ভারতে যাওয়া, হিন্দি ভাষা না জানা—সব মিলিয়ে জীবনের বাঁকে বা𝓰ঁকে ছিল নতুন নতুন রহস্য! সব বাধা অতিক্রম করে আজকের নার্গিস ফা👍খরি।

২০ অক্টোবর ৪৬ বছর বয়সে পা দিয়েছেন নার্গিস ফাখরি। জীবনের এ পর্যায়ে ক্যারিয়ার ও জীবন বোধ নিয়ে ভারতীয় গণম🐓াধ্যম জুমের সঙ্গে কথা বলেন এই অভিনেত🐼্রী।


এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, আপনি ‘রকস্টার’ সিনেমার মাধ্যমে বলিউড ক্যারিয়ার শুরু করেন। এটা যে ভাষায় (হিন্দি) নির্মিত হয়েছে, সেই ভাষার বিষয়ে তখন কিছুই জানতেন না। ক্যারিয়ারের শুরুতে এমন সিদ্ধান্ত নেওয়া কি ভুল ছিল? জবাবে নার্গিস ফাখরি বলেন, ‘জীবনের🦋 কোনো কিছুই ভুল না। এটি শেখার পাঠ মাত্র। জাতিগতভাবেই যদি হিন্দি ভাষার মানুষ হতাম, তবে ব্যাপারটা অন্যরকম হতে পারত। সবকিছু যেভাবে হয়েছে, যেভাবে এখানে এসেছি এসব কিছুর জন্য আমি কৃতজ্ঞ ও আনন্দিত।’

জীবনের কোনো কিছু বদলানোর সুযোগ পেলে কী বদলাতে চাইবেন? এ প্রশ্নের জবাবে নার্গিস ফাখরি বলেন, ‘জীবনের কোনো কিছুই বদলাতে চাই না। বর্তমানে আমি যে অবস্থান এবং জায়গায় আছি, তা নিয়ে আমি🐎 সুখী এবং পরিপূর্ণ𝓰।’

Link copied!