ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আজ বুধবার রাত ১টায় ২০২০ সালের রানার্সআপ ইংল্যান্ডের মুখোমুখি হবে ১৯৮৮ সালের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে শান্ত, চাপমুক্ত থাকতে চাইছেন নেদারল্যান্ডসের ফুটবলারেরা। সেই লক্ষ্যে দলের হোটেলে সতীর্থদের জন্য ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকরলেন কডি গ্যাকপো।
গত মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের ক্লাব লিভারপুলে খেলছেন নেদারল্যান্ডসের স্ট্রাইকার। ইংল্যান্ডের জাতীয় দলের অনেক ফুটবলারের সঙ্গেই তার বন্ধুত্ব আছে। জানেন তাদের শক্তি-দুর্বলতার কথা। কোচ রোনাল্ড কোমান এবং সতীর্থদের সে সব তথ্য সরবরাহ করছেন গ্যাকপো। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলের সকলকে মানসিক ভাবে তরতাজা রাখতে বিশেষ উদ্যোগ নিলেন ত𒊎িনি। দলের হোটেলে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করলেন।
নেদারল্যান্ডস শিবির সূত্রে খবর, গ্যাকপোর এই উদ্যোগের প্রশংসা করেছেন সকলে। সব ফুটবলার অ🍸ংশগ্𝓀রহণ না করলেও অধিকাংশই ছিলেন।
ন♕েদারল্যান্ডসের এক সাপোর্ট ♏স্টাফ বলেছেন, ‘এবারের দলটা দারুণ। সংহতিও দুর্দান্ত। সকলে সকলের জন্য ভাবে। তেমন বিতর্কও নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল। কঠিন ম্যাচ। এই ধরনের ম্যাচের আগে মানসিক প্রস্তুতিও প্রয়োজন। গ্যাকপোর উদ্যোগটা খুব ভাল।’