• ঢাকা
  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


পাঁচ কিমি রোড রেসে চেবেতের বিশ্ব রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪, ০৫:৪২ পিএম
পাঁচ কিমি রোড রেসে চেবেতের বিশ্ব রেকর্ড
বিট্রিস চেবেত। ছবি: সংগৃহীত

কেনিয়ার বিট্রিস চেবেত বার্সেলোনায় কার্সা দেল নাসোস রোড রেসে মহিলাদের ৫ কিলোমিটার🍎 দৌড়ে সোনা জিতে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

২৩ বছর বয়সী চেবেত༒ ১৪ মিনিট ১৩ সেকেন্ড সময় নিয়ে ইথিওপিয়ার সেনবেরে তেফেরিকে পরাজিত করেন। তিনি তেফেরির চেয়ে ১৬ সেকেন্ড আগে লাইন অতিক্রম করেন।

২০২১ সালে কার্সা𓆏 দেল নাসোসে ইথিওপিয়ার ইজগায়েহু মিশ্র রেসে যে বিশ্ব রেকর্ড গড়েছিলেন চেবেত সেটাও ভেঙে ফেলেন ছয় সেܫকেন্ডের ব্যবধানে। ২৩ বছর বয়সী টেই মিশ্র রেসে দ্বিতীয় এবং কেনিয়ার ২৬ বছর বয়সী লিলিয়ান রেনগারুক তৃতীয় হন।

এই জয় পেয়ে চেবেত একটি সফল বছর শেষ করলেন। তিনি অক্টোবরে রিগায় উদ্বোধনী বিশ্ব ৫ কিমি শিরোপা জেতেন। তার আগে ফেব্রুয়ারিতে বিশ্ব ক্রস-কান্ট্রি শিরোপাও লাভ করেন। তিনি আগস্টে বুদাপেস্টে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫,০০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছি𓆏লেন। 

পুরুষদের রেসে সোনা জিতেছেন দক্ষিণ সুদানের ২৫ বছর বয়সী ডমিনিক লোবালু।
 

Link copied!