• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বক্সিংয়ে নকআউট, তিন সপ্তাহ পর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৪, ০৬:৪২ পিএম
বক্সিংয়ে নকআউট, তিন সপ্তাহ পর মৃত্যু
আর্ডি ডেম্বো। ছবি : সংগৃহীত

প্রায় তিন সপ্তাহ ধরে কোমায় ছিলেন। ২৭ বছর বয়সি বক্সার আর্ডি ডেম্বোর মৃত্য♊ু হল শনিবার। আফ্রিকান এই হেভিওয়েট বক্সার ফ্লোরিডায় একটি লড়াই🐈য়ে নকআউট হয়েছিলেন। বেশ কয়েক মিনিটের জন্য জ্ঞান ছিল না তার। তার পরেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তখন থেকেই কোমায় ছিলেন ডেম্বো।

নেস্টস স্যান্টানার বিরুদ্ধে বক্সিং ম্যাচ ছিল ডেম্বোর। তিন সপ্তাহ আগে সেই ম্যাচেই নকআউট হয়েছিলেন তিনি। টিম কম্বাট লিগে খেলছিলেন তারা। ডেম্বোর মৃত্যুতে শোকাহত বক্সারমহল। প্রতিযোগিতার আয়োজকদের তরফে বলা হয়েছে, ‘৫ 🃏এপ্রিল টিম কম্বাট লিগের একটি ম্যাচে নকআউট হয়েছিলেন ডেম্বো। কঙ্গো দেশের এই বক্সারের মৃত্যুতে আমরা শোকাহত। মৃত্যুর আগে পর্যন্ত ক♑োমায় ছিলেন তিনি।’

ডেম্বোর পরিবারকে সাহায্য করার জন্য ☂আর্থিক সহযোগিতা চাওয়া হচ্ছে। চাঁদা তুলছে একটি সংস্থা। যে পরিমাণ অর্থ সেখান থেকে পাওয়া যাবে, সেই সমান অর্থ দেবেন টিম কম্বাট লিগ কর্তৃꦬপক্ষ। তবে সর্বোচ্চ ২৫ হাজার মার্কিন ডলারের মতো দেবেন তারা। তার বেশি চাঁদা উঠলেও ওই অর্থই দেওয়া হবে। ডেম্বোর দুই সন্তান। তাদের ভবিষ্যতের কথা ভেবেই এই অর্থ সংগ্রহ করা হচ্ছে।

Link copied!