• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদো বিহীন আল নাসরের বড় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:৫৮ পিএম
রোনালদো বিহীন আল নাসরের বড় জয়
গোল করার পর উচ্ছ্বসিত আল নাসর ফুটবলাররা। ছবি: সংগৃহীত

আল নাসরের জয়রথ ছুটছেই। এবার কিংস কাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়নরা। প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে ওহোদকে ৫-১ গ♎োলে হারিয়েছে নাসর। এ নিয়ে টানা ৮ ম্যাচ জিℱতল ক্লাবটি।

প্রিন্স আব🎉দুল্লাহ আল ফয়সাল স্𒁃টেডিয়ামে কিংস কাপের ম্যাচে রোনালদোকে ছাড়া ৪-২-৩-১ ফরমেশনে ওহোদের বিপক্ষে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। ৩ মিনিটেই লিড নেয়ার সুযোগ, তবে অফসাইডে পড়ে যান সাদিও মানে।

এরপরও বল দখলে রেখে চলে একের পর এক আক্রমণ। লিডটাও আসে দ্রুতই। ম্যাচের ১১ মিনিট রক্ষণভাগে আল গারিবকে ট্যাকেল করায়💝 পে𓄧নাল্টি পেয়ে যায় নাসর সেখান থেকে গোল করেন সাদিও মানে।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওহোদের বিপক্ষে লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় নাসর। ৩৭ মিনিটেই ব্যবধান দ্বিগুনের📖 সুযোগ। যদিও ডি বক্সের মধ্য থেকে ওতাভিও‍‍`র বুদ্ধিদিপ্ত পাসটা গোলে পরিণত করতে পারেননি ফোফানা। তবে, নাসর মিস করলেও সুযোগ হাতছাড়া করেনি ওহোদ, প্রথমার্ধের যোগ করা সময় মিখালাকের গোলে সমতায় ফেরে তারা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হ🎐য়ে ওঠে নাসর। ৬৪ মিনিটেই ওহোদ ডেড়ায় আক্রমণ। গাইবেরির দেয়া বল🌠ে ডি-বক্সের বাইরে থেকে শটে আক্ষেপ ঘোচান ফোফানা।

জেদ্দা স্টেডিয়ামে নাসরের সামনে আর দাঁড়াতে পারেনি ওহোদ।ও ৭৩ মিনিটে আবারো আক্রমণ, এবার অবশ্য দারুণ হেডে෴ গোলটা করেন তালিসকা।

যদিও এর দুমিনিট 💦বাদেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ওহোদ। তবে গোলরক্ষককে একা পেয়েও সুয🀅োগটা কাজে লাগাতে পারেননি মিখালাক।

এরপর আরও দুটি গোল করে নাসর। গোল দুটি আসে আয়মান সেলিম ও সামি আল নাজির প🔜া থেকে। আর তাতেই ৫-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর।

Link copied!