• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদো বিহীন আল নাসরের বড় জয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৮:৫৮ পিএম
রোনালদো বিহীন আল নাসরের বড় জয়
গোল করার পর উচ্ছ্বসিত আল নাসর ফুটবলাররা। ছবি: সংগৃহীত

আল নাসরের জয়রথ ছুটছেই। এবার কিংস কাপে ক্রিস🌞্টিয়ানো রোনালদোকে ছাড়াই বড় জয় পেয়েছে আরব ক্লাব চ্যাম্পিয়নরা। প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল 🌄স্টেডিয়ামে ওহোদকে ৫-১ গোলে হারিয়েছে নাসর। এ নিয়ে টানা ৮ ম্যাচ জিতল ক্লাবটি।

প্রিন্স আবদুল্লাহ আল ফয়সাল স্টেডিয়ামে কিংস কাপের ম্যাচে রোনালদোকে ছাড়া ৪-২-৩-১ ফরমেশনে ওহোদের বিপক্ষে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আল নাসর। ৩ মিনিটেই 🦋লিড নেয়ার সুযোগ, তবে অফসাইডে পড়ে যান সাদিও মানে।

এরপরও বল দখলে রেখে চলে একের পর এক আক্রমণ। লিডটাও আসে দ্রুতই। ম্যাচের ১১ মিনিট রক্ষণভাগে আল গারিবকে ট্যাকেল করায় পেনাল্টি পেয়ে যায় নাসর সেখান থেকে গোল করেন সাদিও মা📖নে।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ ওহোদের বিপক্ষে লিড নিয়ে আক্রমণের ধার আরও বাড়ায় নাসর। ৩৭✅ মিনিটেই ব্যবধান দ্বিগুনের সুযোগ। যদিও ডি বক্সের মধ্য থেকে ওতাভিও‍‍`র বুদ্ধিদিপ্ত পাসটা গোলে প🌺রিণত করতে পারেননি ফোফানা। তবে, নাসর মিস করলেও সুযোগ হাতছাড়া করেনি ওহোদ, প্রথমার্ধের যোগ করা সময় মিখালাকের গোলে সমতায় ফেরে তারা।

দ্বিতীয়ার্ধে আরও ভয়ানক হয়ে ওঠে নাসর। ৬৪ মিনিটেই ওহোদ ডেড়ায় আক্রমণ। গাইবেরির দেয়া বলে ডি-বক্সের বাܫইরে থেকে শটে আক্ষেপ ঘোচান ফোফানা।

জেদ্ಞদা স্টেডিয়ামে নাসরের সামনে আর দাঁড়াতে পারেনি ওহোদ। ৭৩ মিনিটে আবারো আক্রমণ, এবার অবশ্য দারুণ হেডে গোলটা করে𓂃ন তালিসকা।

যদিও এর দুমিনিট বাদেই ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল ওহোদ। তবে গোলরক্ষককে একা পেয়েও সুযোগটা কাজে লাগাতে পারেননি মিখালাক💮।

এর𝓀পর আরও দুটি গোল করে নাসর। গোল দুটি আসে আয়মান সেলিম ও সামি আল নাজির পা থেকে। আর তাতেই ৫-১ ব্যবধানের জয় নিয়ে💎 মাঠ ছাড়ে আল নাসর।

Link copied!