আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের জন্য দরপত্র জমা দিয়েছে লাতিন আমেরিকার চার দেশ আর্জেন্টিনা, উরুগুয়ে, 🐎꧂চিলি ও প্যারাগুয়ে।
চারটি দেশের কর্মকর্তারা মঙ্গলবার দক্ষি🔯ণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজের উপস্থিꦆতিতে টুর্নামেন্ট আয়জনের বিষয়ে ঘোষণা দেন। "যেখানে ফুটবলের জন্ম" সেখানে বিশ্বকাপের শত বছর পূর্তির টুর্নামেন্ট ফিরিয়ে আনার জোর প্রচেষ্টা চালাচ্ছেন তারা।
বুয়েনস আইরেসের দক্ষিণে ইজিজায় আর্জেন♛্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সদর দপ্তরের অনুষ্ঠানে ডোমিঙ্গুয়েজ বলেন, "২০৩০ বিশ্বকাপ শুধু আরেকটি বিশ্বকাপ নয়, এটি ১০০ বছরের একটি স্বীকৃতির সাথে উদযাপনের দাবি রাখে।"
প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল ১৯৩০ সালে, উরুগুয়েতে। বিশ্বকাপের একশ বছর পূর্তির আসরটি তাই দক্ষিণ আমেরিকায় আয়✅োজন করতে চায় ওই চার দেশ।