২০২৬ সালের বিশ্বকাপꦗ ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে নিজেদ🍌ের পরবর্তী ম্যাচে মাঠে নামার আগেই বড় দুঃসংবাদ পেয়েছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ক্লাবের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন দু’দলের সেরা তিন তারকা।
ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলতে নেমে আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং অ্যালিসন বেকার ইনজুরিতে পড়েন। অন্যদিকে লাꦓ লিগায় ইনজুরিতে পড়ে মাঠ ছেড়েছেন ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রও।
ম্যাক অ্যালিস্টার প্রথমে ইনজুরিতে ღপড়েন। দ্বিতীয়ার্ধে তিনি আর মাঠে নামেননি। পরে নিজেই সোশ্যাল প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে জানান, খেলার মাঝে কিছুটা অস্বস্তিতে ভুগছিলেন তিনি𝔉। পরবর্তীতে তার বদলি হিসেবে নামানো হয় হাঙ্গেরির তারকা দোমিনিক সবোস্লাই।
একই ম্য🅘াচের শেষ মুহূর্তে এসে ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার। ম্যাচের ৭৯তম মিনিটে ফিজিওর সাহায্য নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরবর্তীতে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন তিনি। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে যে অ্যালিসনের থাকা হচ্ছে না সেটাও একপ⛦্রকার নিশ্চিত।
এদিকে একইদিনে ব্রাজিলের দুশ্চিন্তা আরো বাড়িয়ে দিয়েছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। যিনি এবারের সম্ভাব্য ব্যালন ডি’অরজয়ী। স্প্যানিশ লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৭৯তম মিনিটে কাঁধে চোট পান এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। 🌳তার চোট কতটা গুরুতর সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। ম্যাচ শেষে আনচেলত্তি জানিয়েছেন, তার কাঁধে বেশ ব্যথা আছে। পরীক্ষা করানোর পর বোঝা যাবে এই ব্রাজিলিয়ানের চোটের অবস্থা।
ম্যাক অ্যালিস্টারের ইনজুরির আগে অবশ্য ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন আরেক আর্জেন্টাইন নিকোলাস গঞ্জালেস। তিনি ইতালিয়ান সিরিআয় লাইপজিগের বিপক্ষে ༺ম্যাচের পরই পায়ে অস্বস্তিবোধ করেন।
গঞ্জালেসের সেরে উঠতে কতদিন লাগবে এ বিষয়ে কিছু জানায়নি জুভেন্টা༒স। তবে ধারণা করা হচ্ছে এক মাসের মতো সময় লাগতে পারে। এদিকে এখনো গঞ্জালেসের বদলি হিসেবে কারো নাম ঘোষণা করেননি আর্জেন্টিনা কোচ স্কালোনি।
আন্তর্জাতিক সূচি অনুযায়ী, অক্টোবরের ১১ তারিখ আর্জেন্টিনা খেলবে ভেনেজুয়েলার বিপক্ষে। ১৬ তারিখ তাদের ম্যাচ 🦩বলিভিয়ার মাঠে। অন্যদিকে, ব্রাজিল ১১ তারিখ খেলবে চিলির মাঠে। আর ১৬ তারিখ ঘরের মাঠে তাদের প্রতিপক্ষ পেরু।