• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কাতার বিশ্বকাপ

উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডে চোটাক্রান্ত আরাহো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২২, ০৩:৩২ পিএম
উরুগুয়ের বিশ্বকাপ স্কোয়াডে চোটাক্রান্ত আরাহো

ইনজুরির কারণে বিশ্বকাপে খেলবেন কি-না তা নিয়ে সন্দেহ থাকলেও শেষ পর্যন্ত উরুগুয়ে স্কোয়াডে ডাক পেয়ছেন রোনাল্ড আরাহো। ফর্মে না থাকলেও উরুগুয়ের জಞার্সিতে কাতারে দেখা যাবে এডিনসন কাভানিকে। অনুমিতভাবেই দলে আছেন স্ট্রাইকার লুইস সুয়ারেজ।

উরুগুয়ের ডাগ আউটে থাকবেন ডিয়েগো আলোনসো।🥂 তার অধীনে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে কাতারে যাবে উরুগুয়ে। কাতারেই হতে পারে লুইস সুয়ারেজ, ডিয়েগো গোডিন ও এডিনসন কাভানিদের শেষ বি☂শ্বকাপ।

উরুগুয়ে দলে আছেন লিভারপুলের তারকা ডারউইন নুনেজ, টটেনহ্যামের র🦩দ্রিগো বেনটাচুর ও ফ্ল্যামিঙ্গোর জিওরজিয়ান ডি আরাসসেটা। প্রত্যেকেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নামবে।

২৪ নভেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে উরুগুয়ে। গ্রুপ পর্বে তাদের বাকি দুই ম্যাচ 💦অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর। এই দুই ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ যথাক্রমে পর্তুগাল ও ঘানা।

উরুগুয়ে স্কোয়াড
গোলরক্ষক- ফার্নান্দো মুসলেরা (গ্যালতাসারেই) সার্জিও রোচেট (ন্যাসিওনাল), সেবাস্টিয়ান সোসা (ইন👍্ডেপেন্ডিয়েন্ট)।

ডিফেন্ডার- জোসে মারিয়া জিমিনেজ (অ্যাথলেটিকো মাদ্রিদ), সেবাস্টিয়ান কোটস (স্পোর্টিং সিপি), ডিয়েগো গোডিন (ভালেজ সার্সফিল্ড), মার্টিন চাচেরেস (এলএ গ্যালাক্সি), রোনাল্ড আরাহো (বার্সেলোনা), গুইলেরমো ভারেলা (ফ্ল্যামেঙ্গো), হোসে লুইস রদ্রিগেজ (ন্যাসিওনাল), ♚মাথিয়াস অলিভেরা (নাপোলি), মাথিয়াস ভিনা (রোমা)।

মিডফিল্ডার- লুকাস তোরেইরা (গ্যালতাসারেই), মানুয়েল উগার্টে (স্পোর্টিং সিপি), মাথিয়াস ভেসিনো (ল্যাৎজিও), রদ্রিগো বেনটাচুর (টটেনহ্যাম হটস্পার), ফেদেরিকো ভালভার্দে (রিয়াল মাদ্রিদ), ফাকুন্দো পে⛦লিসত্রি (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস লা ক্রুজ (রিভার প্লেট)।

ফরোয়ার্ড- অগাস্টিন ক্যানোববিও (অ্যাথলেটো প্যারানেস), ফাকুন্দো তোরেস (অরল্যান্ডো সিটি), জিওরজিয়ান ডি অ্যারাসসিয়েট💃া (ফ্ল্যামিঙ্গো), ম্যাক্সি গোমেজ (ট্রাবজোন্সপর), লুইস সুয়ারেজ (ন্যাসিওনাল), এডিജনসন কাভানি (ভ্যালেন্সিয়া), ডারউইন নুনেজ (লিভারপুল)।

Link copied!