• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কেন বিশ্বকাপ স্কোয়াডে কোনো লেগ স্পিনার নেই


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৩:০২ পিএম
কেন বিশ্বকাপ স্কোয়াডে কোনো লেগ স্পিনার নেই

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি লেগ স্পিনার মানেই দলে ভরসার প্রতীক। বিশ্বের বাঘা-বাঘা ব্যাটসম্যানকে ধুঁকতে হয় লেগ স্পিনের সামনে। বিশ্বের বিভিন্ন দল যেখানে দলে নিয়মিতই খেলাচ্ছে লেগ স্পিনারকে। সেখানে বাংলাদেশ দলে লেগ স্পিনার খুঁজে পাওয়ায় দুষ্কর। সম্প্রতি বাংলাদেশ দলে একজন লেগ স্পিনার থাকলেও ঠাঁই হয়নি বিশ্বকাপের স্কোয়াডে। তবে দলে স্ট্যান্ডবাই হিসেব𒀰ে রাখা হয়েছে আমিনুল ইসলাম বিপ্লবকে।

মূল স্কোয়াডে কেন জায়গা পাননি আমিনুল ইসলাম বিপ্লব, তা নিয়ে কথা বলেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আ🐈বেদীন নান্নু।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘো♒ষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।🦋 মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যার এ দলে দুইজনকে রাখা হয়েছে স্ট্যাড বাই হিসেবে। পেসার রুবেল হোসেন ও লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব রয়েছেন এ তালিকায়। 

লেগ স্পিনার আমিনুল ইসলাম ꩵবিপ্লবের না থাকা নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “মাঝখানে ও (বিপ্লব) কিন্তু কিছু অসুস্থতার মধ্যে ছিল। ওখান থেকে ওভারকাম করেছে, তারপরও আমরা তাকে নিয়ে যাচ্ছি সাথে প্র্যাকটিসের জন্য। দুর্ভাগ্যবশত আমরা যে প্ল্যানে বিশ্বকাপ স্কোয়াড করেছি সেখানে ওকে বিবেচনায় রাখা যায়নি।”

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন। বি-গ্রুপের খেলায় টাইগারদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। গ্রুপের অন্য দুই দল ওমান ও পাপুয়ꦍা নিউগিনি। প্রথম রাউন্ডে সেরা দুই দলের মধ্যে থাকলে সুপার-১২’র টিকিট পাবে মাহমুদউল্লাহরা। 

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফি🐼কুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মে𒅌হেদি হাসান ও নাসুম আহমেদ।

স্ট্যা🙈ন্ডবাই : রুবেল হোসেন ও আমিনুল ইসলাম ꦏবিপ্লব। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!