তারায় ঠাসা পিএসজি গিয়েছিল ম্যানচেস্টার সিটির মাঠে। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় লেগের খেলা। প্রথম লেগে ১-০ গোলে জিতেছিল ফরাসি জায়ান্টরা। কিন্তু প্রতিপক্ষে মাঠে গিয়ে ২-১ গোলে হেরে শীর্ষস্থান খোয়ালো পিএসজি। আর মেসি-নেইমারদের হারিয়ে গ্রুপশীর্ষ থেকে শেষ ষোলো&n🌜bsp;নিশ্চিত করেছে পেপ গার্দিওলার দল।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ করে গেছে ম্যানসিটি। যদিও গোল🐟 বের করতে পারেনি তারা। অন্যদিকে শ🅷ুরু থেকেই ছন্নছাড়া ফুটবল খেলে গেছে মেসি-নেইমার-এমবাপেদের পিএসজি।
প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসেই এ♈ꦕগিয়ে যায় পিএসজি। ম্যাচের ৫০ মিনিটে এমবাপের গোলে এগিয়ে যায় অতিথিরা।
পিছিয়ে পড়েও অবশ্য হাল ছাড়েনি ম্যানসিটি। ম্যাচের ৬৩ মিনিটে রহিম স্টার্লিংয়ের গোলে সমতায় ফেরে꧙ স্বাগতিকরা। আর ম্যাচের ৭৩ মিনিটে সিটির হয়ে জয়সূচক গোলটি করেন নেইমারেরই স্বদেশি গ্যাব্রিয়েল জেসুস।
এই হ🌜ারে গ্রুপের শীর্ষস্থান হারালেও শেষ ষোলো নি🅰শ্চিত হয়েছে পিএসজিরও। দিনের অন্য খেলায় ক্লাব ব্রুজকে ৫-০ গোলে হারিয়েছে লাইপজিগ।