টি-টোয়েন্টিꦗ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে&n🎀bsp;ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। বাঁচা-মরার লড়াইয়ে টুর্নামেন্টে টিকে থাকতে হলে জিততেই হত বাংলাদেশকে।
স্বাগতিক ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে সব উইকেট হা🧸রিয়ে স্কোরবোর্ডে ১৫৩ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। দলের পক্ষে মোহাম্মদ নাঈম শেখ ൩সর্বোচ্চ ৬৪ রান যোগ করেন।
১৫৪ রান তাড়া করতে নেমে দলীয় ১৩ রানের মাথায় এলবিডব্লুর ফাঁদে পড়েন ওপেনার আকিব ইলিয়াস। ব্যক্তিগত ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। আকিবের উইকেট তুল⭕ে নেন মোস্তাফিজুর রহমান। প্রথম উইকেটের পতনের পর জতিন্দর সিং ও কাশ্যপ কুমার ব๊ুঝেশুনে খেলতে থাকেন। দলীয় ৪৭ রানে ব্যক্তিগত ২১ রানে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন কাশ্যপ। দ্বিতীয় উইকেটও পান মোস্তাফিজ।
দলীয় ৮১ রানে তিন নম্বর উইকেট হারায় ওমান। জিশান মাকসুদের (১২) উইকেট তুলে নেন মেহেদি হ༺াসান। বাংলাদেশের জন্য ভীতিকর হয়ে উঠছিলেন জতিন্দর। ব্যক্তিগত ৪০ রানে লিটন দাসকে ক্যাচ তুলে দেন তিনি। ওমানের দলীয় ৯০ রানে চতুর্থ এই উইকেটটি পান সাকিব আল হাসান।
১৫.৩ ওভারে দলীয় ১০১ রানে ৫ নম্বর উ🅰ইকেট হারায় ওমান। সন্দিপ গোউদের (৪) উইকেট পান মোহাম্মদ সাইফুদ্দিন। ওমানের দলীয় ১০৫ রানেই পর পর আয়ান খান (৯), নাসিম খুশিকে (৪) ফেরান সাকিব।
দলীয় ১১২ রানে কলিমুল্🅷লাহ (৫) ও ফয়েজ বাটকে (০) পরপর ফেরান মোস্তাফিজ। ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ওমানের🎶 সংগ্রহ ১২৭ রান। বাংলাদেশ জয়লাভ করে ২৬ রানে।
মোস✨্তাফিজুর রহমান ৪টি উইকেট পেয়েছেন। সাকিব আল ꩲহাসান তুলে নিয়েছেন ৩ উইকেট। মেহেদি হাসান ও সাইফুদ্দিন ১টি করে উইকেট লাভ করেন।