এবারের আইপিএলে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দুইজন। একজন কাটার মাস্টার মোস্তাফিজুরཧ রহমান আর অন্যজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিকে সব ম্যাচেই মোস্তাফিজ খেললেও, দলে জায়গা পাচ্ছেন না সাকিব। সাকিবের দলে না থাকাতে🦹 দুর্ভাগ্যজনক বলছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
কলকাতার একাদশে জায়গা না পেলেও বিশ্বকাপের জন্য মুখিয়ে আছেন সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ♊ভিত্তিক এক পোর্টালকে দেওয়া স্বাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
রিয়াদ বলেꦍন, ‘সাকিবের বিষয়টা দুর্ভাগ্যজনক। সব ম্যাচ খেলার মত যথেষ্ট সামর্থ্য তার আছে। তবে সাকিব খুব ভালোভাবেই জানে তার প্রস্তুতি কেমন হওয়া উচিৎ। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য সাকিব মুখিয়ে আছে।’
সাকিব, মোস্তাফিজের আইপিএলে খেলা কাজে দিবে বাংলাদেশ দলকে। তাদের দুই জনের কাছ ꦏথেকেই সেখানকার উইকেট, কন্ডিশন সম্পর্কে আরও জানা যাবে বলে জানিয়েছেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক।
রিয়াদের মতে, ‘মোস্তাফি♐জ খুবই ভালো করছে। কয়েকটা ম্যাচ জেতানোর মত স্পেল করেছে। তারা দলের সঙ্গে যোগ দিলে ঐ কন্ডিশনের অভিﷺজ্ঞতা আমাদের জানাবে, যা আমাদের কাজে আসবে।’
আগামী ১৭ অক্টোবর থেকে শু♑রু হবে টাইগারদের বিশ্বকাপ মিশ𝓀ন। বাছাইপর্ব খেলে পরের রাউন্ডে যেতে হবে টাইগারদের।