টি-টোয়েন্টি বিশ্বকাপের ২৫ তম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এ ম্যাচে টস জিতে লঙ্কাদের ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। মাঝারি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষের ওভারে নাটকীয় জ🌊য় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। ডেভিড মিলারের অসাধারণ ব্যাটিংয়ে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকানরা।
তিন ম্যাচ খেলে দুইটিতে জয় পেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সমান ൩ম্যাচ খেলে শ্রীলঙ্কা জিতেছে একটি মাত্র ম꧙্যাচ।
প্রথমে ব্যাট করে ১৪২ রান করতে শ্রীলঙ্কা। দলীয় সর্বোচ্চ ৭২ করেন ওপেনার নিশাঙ্কা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট ꦿনিয়েছেন তাব্রাইজ শামসি ও ডোয়াইন প্রিটরিয়াস।
১৪৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনারকে তুলে নেয় লঙ্কানরা। ১০ বলে ১২ রান করে চামিরার কট এন্ড বোলে পরিণত হন ডি কক। ১২ বলে ১১✨ রান করেন রেজা হেন্ড্রিকস। চামিরার বলে এলবিডব্লি হন তিনি।
এরপর দলের হাল ধরেন ভ্যান ডার ডুসেন ও অধিনায়ক টেম্বা বাভুমা। দুইজনের ৪৭ রানের জুটি🔯তে জয়ের দিকে যাচ্ছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ১৬ র🍸ানে ভ্যান ডার ডুসেনের রান আউট হয়ে যান। দুর্দান্ত সরাসরি থ্রোয়ে উইকেট ভাঙ্গেন শানাকা।
এরপরের গল্পটা শুধুই হাসারাঙ্গা ডি সিলভার। আগের ওভারে মার্কামকে আউট করে, পরের ওভারে এসেই প্রথম বলেই অধিনায়ক বাভুমাকে নিশাঙ্কার হাতে ক্যাচ বানান ডি সিলভা। হ্যাট্রিকের আশা জাগিয়ে হ্যাট্রিক কর෴েই ফেলেন তিনি। ডোয়াইন প্রিটরিয়াসকে আউট করে চলতি বিশ্বকাপের দ্বিতীয় বোলার হিসেবে হ্যাট্রিক পূরণ করেন ডি সিলভা
নাটকীয় এ ম্যাচে শেষ ওভারে ১৫ রান দরকার ছিল মিলারদের। লাহিরু কুমারাকে টানা দুই ছয় মেরে ম্যাচের নায়ক বনে যান ডেভিড মিলার। এক বল হাতে রেখেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে দক্ষিণ আফ্রিকা। ১৩ বলে অপরাজিত ২৩ রা💃ন করেন মিলার।
শ্রীলঙ্꧅কার হয়ে তিন উইকেট নিয়েছেন হ💮াসারাঙ্গা। আর দুই উইকেট শিকার করেছেন চামিরা।