• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রোনালদো, লিনগার্ডের গোলে জিতল ম্যানইউ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:০১ পিএম
রোনালদো, লিনগার্ডের গোলে জিতল ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচেও জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওয়েস্ট হ্যামের মাঠে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে শোলশায়ারের দল। রেডদের হয়ে গোল করেছেন পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী ক্রিস্তিয়ানো রোনালদো ও জেসি লিনগার্ড। 

ইপিএলের পঞ্চম রাউন্ডের ম্যাচে ওয়েস্ট হ্যামের মাঠে বল দখলে নিয়ে আক্রমণ সাজাতে থাকে রোনালদো, পগবারা। ম্যাচের ৬ܫ০ শতাংশেরও বেশী সময় বল দখলে ছিল 🀅ম্যানইউয়ের। 

তবে গোলের খেলা ফুটবলে বল দখলে রেখে গোল না করতে পারলে কোনো 🍷লাভ নেই। সেটাই বুঝিয়ে দিয়েছে স্বাগতিক ওয়েস্ট হ্যাম। ম্যাচের ৩০ মিনিটে বোয়েনের অ্যাসিস্টে গোল করেন বেনরাহ🅠মা। এই গোলেই এগিয়ে থেকে খেলতে থাকে তারা। 

তবে ঘরের ছেলে ঘরে ফিরেই প্রতি ম্যাচেই 🎃গোল করছেন। তার প্রতিদান দিয়েই ম্যাচের ৩৫ মিনিটে দলকে সমতায় ফেরান ﷽রোনালদো। 

ম্যাচে আর কোনো গোল 🃏না হলে ১-১ গোলের সমতায় শেষ হয় প্রথমার্ধ। 

ম্যাচের ৮৯তম মিনিটে মাতিকের অ্যাসিস্টে গোল করে দলকে এগিয়ে নেন জেসি লিনগার্ড। ম্যাচের যোগ করা সময়ে পেনাল্টি পেলেও তার সুযোগ কাজে লাগাতে পারেনি ওয়েস্ট হ্যা✱মের মার্ক নোবল। ডি গেয়ার পেন꧂াল্টি সেভে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ম্যানইউ। 

পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েনܫ্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে ম্যানইউ। সমান ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে লিভারপুল। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!