দ্বিতীয় হ্যাটট্রিকের সাক্ষী হল এবারের টি২০ বিশ্বকাপ। শারজাতে দক্🌳ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ওভার মিলিয়ে ৩ বলে ৩ উইকেট তুলে নেন শ্রীলঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
টানটান উত্তেজনাপূর্ণ সুপার-১২ এর ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪৩ রানের লক্ষ্যে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। শ🍨েষ দিকে ক্যাপ্টেন টেমবা বাভুমাসহ আইডেন মারক্রাম আর ডোয়াইন প্রিটোরিয়াসের উইকেট তুলে হ্যাট্রিক করেন হাসারাঙ্গা।
এর আগে গ🦹্রুপ পরꦿ্বের তৃতীয় ম্যাচে পরপর ৪ উইকেট নিয়ে ডাবল হ্যাটট্রিক করেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার।
নেদারল্যান্ডের বিপক্ষে ইনিংসের ১০ম ওভারে কলিন আকারম্যান, রায়ান টেন ডেসকাটে, স্কট এডওয়ার্ডস ও'রুলফ ফন ডার মেরওয়াকে সাজঘরে ফেরান তিনি।