বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য আজকের দিনটি স্পেশাল। কারণ, সাকিব ও শিশিরের নবম বিবাহবার্ষিকী আজ। 🌟২০১২ সা𝓀লে আজকের এই দিনেই বিয়ে করেছেন বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়।
এরই মধ্যে স্ত্রীকে নিয়ে ভালোবাসার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে꧟ শেয়ার করেছেন সাকিব আল হাসান। অবশ্য সাকিবের স্ত্রী শিশিরও কম যাননি। সাকিবের আগেই নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সামজিক যোগাযোগ মাধ্যমে সাকিব পত্নী শিশির লিখেছেন, "এভাবেই অনেক হাসির সঙ্গে আমরা ৯টি বছর কাটিয়ে দিয়েছে। অনেক মূল্যবান মুহূর্ত, দুঃখ, কান্না, আবেগের মিশেল! কারণ আমরা এখন 💞একে অপরের প্রতি ভরসা করি এবং তা সবসময় করবো। শুভ নবম বিবাহবার্ষিকী, আলহামদুলিল্লাহ।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সাকিব লিখেছেন, ‘আমার মানুষটির সঙ্গে নয় বছর এবং তা সবসময়ের জ꧅ন্য। বছর চলে যায় কিন্তু আমার প্রতিদিনের স্বপ্ন হয়ে তুমিই থাকো। শুভ বিবাহবার্ষিকী।’
৯ বছরের বিবাহ ♏জীবনে তিন সন্তানের বাবা হয়েཧছেন এই জুটি। দুই মেয়ে ও এক ছেলে রয়েছে তাদের।