আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সেরা বোলারদের তালিকায় রয়েছেন লেগ স্পিনাররা। কিন্তু বাংলাদেশের বেলায় তার ব্যতিক্রম, দেশে লেগ স্পিনার খ🍰ুঁজে পা🐎ওয়াই দুষ্কর। আর দলে থাকলেও একাদশে জায়গা হয় না তাদের। এবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি ম্যাচে লেগ স্পিনার একাদশে থাকলেও বল করার সুযোগ পেয়েছেন মাত্র দুটি। এ নিয়েই চলছে আলোচনা। ম্যাচ শেষে অধিনায়ক তাই জবাব দিলেন কেন লেগ স্পিনারকে দিয়ে বল করাননি।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১২৭ রান করতে পারে বাংলাদেশ। তবে নিজেদের বোলিং দিয়ে মনে হচ্ছিল ম্যাচটা জিতেই যাব༒ে টাইগাররা। কিন্তু তা আর হয়নি পাকিস্তানি ব্যাটাররা ম্যাচটা ঠিকই নিজেদের করে নিয়েছেন। ম্যাচে স্পিনাররা ভালো বল করেছেন। বিশেষ করে মেহেদী হাসান।
ঘর🐼ের মাঠে লেগ স্পিনারকে বোলিং করালে আরও কয়েকটা উইকেট তুলে নিতে পারত বাংলাদে🍃শ। তাই এ নিয়েই চলছে বিতর্ক। এই বিষয়ে ম্যাচ শেষে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘পরিকল্পনা ছিল বোলিং করানোর। দুইজন বাঁহাতি ব্যাটার থাকার কারণে আমাকে বোলিং করতে হয়।’
সির𒉰িজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর।