আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জমজমাট লড়াই। এজন্য সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট🍌। দেশের অনেক ক্রিকেটার দল পেলেও, অনেককে দলের টানার আগ্রহ দেখায়নি কেউ। এমন তালিকায় রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও নাসির হোসেন।
একটা সময় জাতীয় দলে আশরাফু🐷ল ও নাসির দুইজনেই ছিলেন দলের গুরুত্ব্বপূর্ণ ক্রিকেটার। অফ ফর্ম ও বিভিন্ন কারণেই দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন এই দুইজন। জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার দল পেলেও, এই দুইজনকে কেনার আগ্রহ দে𓃲খায়নি কোন ফ্র্যাঞ্চাইজি।
এছাড়া অনুর্ধ্ব-ꦐ১৯ বিশ্বকাপ জেতা ব্যাটার তানজিম হাসান তামিমকে দলে নেয়ার আগ্রহ দেখায়নি কেউ। পেস বোলিং অলরাউন্ডার 💟আনিসুল ইসলাম ইমনও দল পাননি।
এছাড়া বাংলাদেশের টেস্ট দলের নিয়মিত মুখ পেসার আবু জায়েদ রাহীর প্রতি আগ্রহ দেখায়নি কোন ফ্র্যাঞ্চাইজি। আর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া ব্যাটার সাইফ হাসানও দল পাননি।