দেশের কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হলে শীতের তীব্রতাও বাড়ত✤ে পারে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন💟্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ স🔯ারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিন꧒ের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধ⛎ি পেতে পারে💎 এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা🎀 আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তꦛিত থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এদিকে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু 💙বিষয়ে পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গপোসাগরে একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে, যা ভারতের ওড়িশা রাজ্যের উপকূলে অবস্থান করছে। এই লঘুচাপের কারণে সৃষ্টি হওয়া মেঘের প্রভাবে মঙ্গলবার সকাল ১০টার পর থেকে বুধবার বিকেল ৬টার মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার ওপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলায়।
এ ছাড়া বরিশাল বিভাগের বরগুনা, ভোলা, পটুয়াখ♔ালী, পিরোজপুর এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রাম জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপরেও বৃষ্টি সম্ভাবনা রয়েছে।