টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনালের লক্ষ্য আজ মাঠে নামছে দুই ক্রিকেটীয় পরাশক্তি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আজকের ম্যাচে জয় পেলেই যেহেতু ফাইনাল, তাই এই ম্যাচে ছাড় দিতে রাজি নয় কোনো দলই। এরই মধ্যে এই ম্যাচের𒈔 টস অনুষ্ঠিত হয়েছে। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন কেন উইলিয়ামসন।
এর আগে ২০১৯ সালে ইংলিশদের কাছে হেরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া কর🌳েছে কিউইরা। সে হিসেবে আজকের ম্যাচকে অনেকটা প্রতিশোধের ম্যাচ বলা যায় 💝ব্ল্যাক ক্যাপসদের জন্য।
ইংল্যান্ড একাদশ
জস বাটলার (উইকꦍেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম ব💝িলিংস, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও মার্ক উড।
নিউজিল্যান্ড একাদশ
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, টিꦯম সা🐲উদি, ঈশ সোধি ও ট্রেন্ট বোল্ট।