• ঢাকা
  • শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডমিঙ্গোর বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত নিবে বিসিবি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০৭:১৮ পিএম
ডমিঙ্গোর বিষয়ে জানুয়ারিতে সিদ্ধান্ত নিবে বিসিবি 

ডমিঙ্গোর অধীনে বাংলাদেꦉশের জয়ের পরিসংখ্যান দিন দিন আরও♈ নিম্নমুখী হচ্ছে। এর মধ্যেই গুঞ্জন উঠেছিল ডমিঙ্গোকে ছাঁটাই করতে যাচ্ছে বিসিবি। সংবাদমাধ্যমে এসেছে আসন্ন নিউজিল্যান্ড সফরই হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার শেষ কাজ। তবে ডমিঙ্গোর শেষ পরিণতি কি হবে সে সিদ্ধান্তের জন্য জানুযারি পর্যন্ত অপেক্ষা করতে চান বিসিবি প্রেসিডেন্ট। শনিবার (৮ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। 

মিরপুরে সংবাদ সম্মেলনে পাপন বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে ডমিঙ্গো আমাদের জানায় সে খুব ভালো একটা অফার পেয়েছে, চলে যেতে চায়। জানতে চাচ্ছিল আমরা চুক্তি বাড়াব কিনা। চুক্তি বাড়ালে সে থাকবে। চুক্তি না বাড়ালে থাকবে না, ঐ জায়গায় প্রতিশ্রুতি দিয়ে দিবে। তখন যতটুকু সম🔜্ভব খোঁজাখুঁজি করেছিলাম। পরে সিদ্ধান্তে আসলাম- এই সময়ের মধ্যে আমরা কোনো কোচ পাব না। যদি পাইও, বিশ্বকাপের আগমুহূর্তে ಞবা পরপরই নতুন কোচ আনা নিয়ে দ্বিধায় ছিলাম।’

পাপন আরও বলেন, ‘বেশিরভাগ কোচ যাদের পাচ্ছিলাম তারা আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসতে পারবে না। সব চিন্তা ক🍸রে বোর্ড চিন্তা করল তার চুক্তি বাড়িয়ে নেওয়া হোক। ▨ইতোমধ্যে বাড়িয়েও নিয়েছি।’

বিশ্বকাপের আগে ভালো করল🍒েও বিশ্বকাপের ম্যাচগুলোতে ধুঁকেছে বাংলাদেশ। এমনকি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এখনও ꦅজয়ের দেখা পায়নি টাইগাররা। তাহলে ডমিঙ্গোকে নিয়ে বিসিবির চিন্তা ভাবনায় কি কোনো পরিবর্তন আসবে কিনা। 

এর জবাবে প🌳াপন বলেন, ‘তাকে নিয়ে চিন্তাভাবনা আগে যা ছিল তা-ই আছে। আমরা এখনও অপেক্ষা করছি রিপোর্টের জন্য। বিশ্বকাপ পারফরম্যান্সের জন্যই তো আপনারা প্রশ্ন তুলছেন। বিশ্বকাপের আগের দুই সিরিজে কেউ এই প্রশ্নগুলো করেননি, কারণ দল ভালো করছিল।’

Link copied!