বাংলাদেশের খুব কম লেখকের লেখাই আমি পছন্দ করি। হাতে গোনা যে ক’জনের লেখা আমার ভালো লাগে, তার মধ্যে হাসান আজিজুল হক অন্যতম। তিনি চলে গেলেন আজ রাতে। একটু একটু 𝄹করে খালি হয়ে যাচ্ছে আমাদের চেনা ভুবন।
মনে পড়ছে সেই দিনগুলোর কথা, হাসান আজিজুল হক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমাকে আমন্ত্🎃রণ জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়✱ে, সম্বর্ধনা দিয়েছিলেন। তখন সম্ভবত ১৯৯১ বা ১৯৯২ সাল।
বিদায় বলতে ইচ্ছে করে না, তবু বলতেই হয়।