ꦺবিশ্ববাজারে আইফোনের বিক্রি কমে গিয়ে চাহিদা বেড়ে গেছে স্মার্টফোনের। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে স্যামসাংয়ের স্মার্টফোন। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে আইফোন। অথচ গেল বছরের ডিসেম্বরে স্যামসাংকে হারিয়ে বিশ্বের শীর্ষস্থান দখল করেছিল অ্যাপল। কিন্তু এরপরই অ্যাপলের আইফোনের বিক্রি কমে যায়। এখন অ্যাপলের অবস্থান দ্বিতীয়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে বিশ্বে স্মার্টফোনের স𝔍রবরাহ ৭ দশমিক ৮ শতাংশ বেড়ে পৌঁছে গেছে ২৮ কোটি ৯৪ লাখে। এর মধ্যে স্যামসাং একাই দখল করেছে বাজারের ২০ দশমিক ৮ শতাংশ। এতে এতদিন ধরে ব🦄াজারে অ্যাপলের যে আধিপত্য ছিল তা ভেঙে দিয়ে কোরিয়ান কোম্পানি স্যামসাং শীর্ষ স্থান দখল করে নিয়েছে।
অ্যান্ড্রয়েড স্মার্টফꩲোনের সঙ্গে প্রতিযোগিতা আরও তীব্র হওয়ায় আইফোন বিক্রি চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রায় ১০ শতাংশ কমে গেছে। এমন তথ্য পাওয়া গেছে গবেষণাপ্রতিষ্ঠা🌳ন আইডিসির পরিসংখ্যানে।
চলতি বছরের শুরুতেই স্যামসাং তাদের♔ নতুন স্মার্টফোন বাজারে ছেড়েছে। গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলো সারাবিশ্বে সরবরাহ করা হয়েছে। এই সিরিজের সব মিলিয়ে ৬ কোটি ফোন শুধু গত তিন মাসেই বাজারে পাঠানো হয়েছে। কাউন্টারপয়েন্টের পরিসংখ্যানে দেখা গেছে, গত বছর বাজারে ছাড়ার পর প্রথম তিন সপ্তাহে গ্যালাক্সি এস২৩ সিরিজের ফোন যত বিক্রি হয়েছিল, তার তুলনায় গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনের বিক্রি বিশ্বজুড়ে ৮ শতাংশ বেড়েছে।
আইডিসির তথ্যমতে, চলতি বছরের প্রথম প্রান্তিকে অ্যাপ♏ল ৫ কোটি আইফোন সরবরাহ করেছে। গত বছরের একই সময়ে অ্যাপল ৫ কোটি ৫৪ লাখ ফোন বিক্রির জন্য বাজারে পাঠিয়েছিল। চলতি বছরে তা কমেছে। আইফোন বিক্রি কমে যাওয়ায় এটা পরিষ্কা▨র যে অ্যাপল তার তৃতীয় বৃহত্তম বাজারে কতটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।