সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে স্পিডবোট দ꧑ুর্ঘটনায় মুহাম্মদ মোক্তার হোসেন নামের এক বাংলাদেশি য꧒ুবক নিহত হয়েছেন।
স্থানীয় সময় রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যায় আরব সাগরে মাছ🌳 ধরতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আরও দুজন।
আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের♕ সাধারণ সম্পাদক নাসির উ🃏দ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মোক্তার হোসেনের বাড়ি চট্টগ্রাম জেলার বোয়ালখালী থানায়। তিনি পরিবার-পরিজন নিয়ে আবু𒈔ধাবিতে বসবাস কꦡরতেন।
মোক্তারের সঙ্গে থাকা অপর দুই বন্ধ🐈ু মারাত্মক আহত হয়ে আবুধাবির শেখ খলিফা হাসপাতালে চিকিৎসাধীন। আহত এই দুই ব্যক্তির নাম জুবায়ের ও মোহাম্মদ নবী হোসেন। তাদের বাড়ি কক্সবাজার ও চট্টগ্রামে।