পরিবেশবাদী ও সচেতন নাগরিকদের বিরোধিতা সত্ত্বেও নতুন করে সড়ক বিভাজক নির্মাণ করতে গিয়ে রাজধানীর ধানমন্ড🙈𓄧ি সাতমসজিদ রোডে সড়ক বিভাজকে ৫৬৩টি গাছ কেটেছে ঢাকা দক্ষিণ সিটি
করপোরেশন (ডিএসসিসি)। কাটা হবে আরও ৩৭টি গাছ। এ ঘটনায় ক্ষোভ জানিয়েছেন এলাকাটির স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন। তাদের দাবি, “প্রকল্প যদি হয় সৌন্দর্যবর্ধনের নামে গাছ ধ্বংস, এমন সৌন্দর্যবর্ধন প্রকল্পের আমাদের 💧দরকার নেই। নগরের পরিকল্পনা যদি হয় বৃক্ষনিধনের, এমন পরিকল্পনা আর পরিকল্পনাবিদেরও দরকার নেই আমাদের।” তাদের বক্তব্য, “গাছ কেটে উন্নয়ন চাই না।” ছবি তুলেছেন রিয়াদুর রহমান পিনজু।