রবিবার (১৫ অক্টোবর) রাজধানীর ফার্মগেটে সেতু বিভাগ꧙ের অর্থায়নে নির্মিত দৃষ্টিনন্দন নতুন ফুটওভার ব্রিজ উদ𝄹্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের কারণে সরিয়ে ফেলা হয়েছিল রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ওভারব্রিজ। সেতু বিভাগের অর্থায়নে সেখানে নির্মাণ করা হয়ে🅘ছে দৃষ্টি নন্দন নতুন ফুট ওভারব্রিজ, যা পথচা💛রী চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
চলুন দেখে নেই সংবাদ প্রকাশের চিত্রগ্রাহকের ক্যামেরাবন্দী ফুটওভারꦯ ব্রিজ।