সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভ⛦াগে আইনজীবী হিসেবে আইন পেশা পরিচালনার জন্য বার কাউন্সিলের মৌখিক পরীক্ষায়ꦑ উত্তীর্ণ হয়েছেন ৩ হাজার ৫২ জন।
শনিবার (১৩ আগস্ট) আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির চেয়ারম্যান, আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসা༺ন।
এ সময় বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও বার কাউন্সিলের নির্বাচিত সদস্যরা উপস্থি💮ত ছিলেন। এরপর বার কাউন্সিলের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
এর আগে, গত ২৮ এনরোলমেনꦑ্ট (তালিকাভূক্তি) এর জন্য লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা⛦ হয়। এরপর কয়েক ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।