রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাপানের পরর๊াষ্ট্র মন্ত্রণালয়ের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার হোন্ডা তারো।
রোববার (২৪ জুলাই ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনে💜র সঙ্গে সাক্ষাৎ করেন হোন্ডা তারো।
সাক্ষাৎকালে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন মোমেন ও তারো। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চ🤪ান। তারো রোহিঙ্গা ইস্যুতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বৈঠকে সদ্য প্রয়াত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজা আবেকে স্মরণ করেন ড. মোমেন। বাংলাদেশে-জাপানের বিভি🧜ন্ন প্রকল্পে আবের অবদানের কথাও স্মরণ করেন তিনি।
মোমেন-তারো আন্তর্জা൲তিক ফোরামে একে অপরকে সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন। বিশেষ করে জাতিসংঘের মতো বহুপাক্ষিক প্লাটফর্মে কীভাবে বাংলা😼দেশ-জাপান আরও কাজ করতে পারে সেটা আলোচনায় এসেছে।