রাজধানীর রামপুরার তিতাস রোড এলাকার একটি বাসা থেকে ইসরাত জাহান কুমকুম (২৪) নামের এক তরুণীর ঝুল💯ন্ত মরদেহ উ♏দ্ধার করেছে পুলিশ।
বুধবার (৬ অক্টোবর) রাতে রামপুরা থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। পরে মরদে❀হ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
রামপুরা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তৌফিকা ইয়াসমিন বলেন, “আমরা খবর পেয়ে পূর্ব রামপুরা তিতাস রোডের একটি বাসার নিচতলার ফ্ল্যাট থেকে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় কুমকুমের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।&🥃rdquo;
এ ব্যাপারে 💟বিস্তারিত জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জান♎া যাবে বলে জানান তিনি।
তৌফিকা ইয়াসমিন💞 আরও জানান, কুমকুমের গ্রামের বাড়ি ভোলা সদরের চর রাসেল গ্রামে। বর্তমানে রামপুরার তিতাস রোডের ওই বাসায় থাকতেন তিনি।
তবে কুমকুমের ভাই আশরাফের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।