রাজধানীর শেওড়াপাড়ায় ছুরিকাঘাতে বুলবুল হোসেন (৩৪) 🌌নামের ꦯএক চিকিৎসকের মৃত্যু হয়েছে।
রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার মেট⛎্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘ🌳টে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন গণমাধ্য𝔉মকে বিষয়টি নিশ্চিত করে জানান, নোয়াখালী যাওয়ার উদ্দেশে ভোরে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন বুলবুল। তার ঊরুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার কাছে টাকা-পয়সা, মোবাইল ছিল। কিন্তু ঘাতক কিছুই নেয়নি।