রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় 🃏এলাকায় বাথরুমে রাখা বালতির পানিতে ডুবে রোজা আক্তার (১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ওই শিশুকে উদ্ধার ꦬকরে ঢাকা মেডিকেল ক❀লেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা জুবায়ের বলেন, “আমাদের ঘরের বাথরুমের দরজা খোলা পেলে ঢুকে যেত রোজা। এ জন্য বাথ🔴রুমের দরজা সবসময় বন্ধ রা🥂খা হয়। সন্ধ্যায় সে ঘরের মধ্যে খেলছিল, কখন যে বাথরুমে ঢুকে যায় সেটা কেউ দেখেনি। দীর্ঘ সময় তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এক পর্যায়ে রোজাকে বাথরুমে রাখা বালতির পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
এ ঘটনার সত্যতা নিশ♕্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচাไর্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “যাত্রাবাড়ী থেকে এক শিশুকে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।”